বাংলাদেশের বিপক্ষে অজিদের অধিনায়ক কে, জানা গেল অবশেষে
ম্যাথিউ ওয়েড/ফাইল ছবি
নিয়মিত অধিনায়ক অ্যারন ফিঞ্চ নেই, বিষয়টা নিশ্চিত হয়ে গিয়েছিল অস্ট্রেলিয়ার ওয়েস্ট ইন্ডিজ সফরের সময়েই। সেই সিরিজ শেষ হয়েছে, অজি দল সেখান থেকেই এসেছে বাংলাদেশে, তিন দিনের কোয়ারেন্টাইন শেষে নেমে পড়েছে অনুশীলনেও। কিন্তু অধিনায়ক কে হবেন দলের, সে প্রশ্নের উত্তরে অজি বোর্ড বলছিল না কিছু, অবশেষে উত্তর এসেছে ম্যাচের আগের দিন। বাংলাদেশের বিপক্ষে সিরিজে অধিনায়ক থাকবেন ম্যাথিউ ওয়েড।
অথচ হাঁটুর চোটে যখন উইন্ডিজ সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন ফিঞ্চ তখন অস্ট্রেলিয়ার অধিনায়ক হয়েছিলেন অ্যালেক্স ক্যারি। তবে সেই উইকেটরক্ষক ব্যাটসম্যানকে এবার দেওয়া হয়নি অধিনায়কত্ব। দেওয়া হয়েছে ওয়েডকে।
বিজ্ঞাপন
অধিনায়কত্বের স্বাদ অবশ্য ওয়েডের কাছে নতুন কিছু নয়। এর আগেও অস্ট্রেলিয়ার নেতৃত্ব দিয়েছেন তিনি। সেটাও টি-টোয়েন্টিতেই। গেল বছর ভারতের বিপক্ষে ঘরের মাঠে একমাত্র টি টোয়েন্টিতে দলের অধিনায়কত্ব করেছেন তিনি। বনে গিয়েছিলেন দলটির ১১তম টি-টোয়েন্টি নেতা। সে পরীক্ষাই বাংলাদেশের বিপক্ষে আরও একবার দিতে হচ্ছে তাকে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সিরিজটি শুরু হবে আগামীকাল মঙ্গলবার। মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি মাঠে গড়াবে সন্ধ্যা সাড়ে ছয়টায়।
বিজ্ঞাপন
বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়ার স্কোয়াড
ম্যাথু ওয়েড (অধিনায়ক), মিচেল স্টার্ক, জশ হেইজেলউড, অ্যাশটন অ্যাগার, অ্যালেক্স ক্যারি, ওয়েস অ্যাগার, অ্যাডাম জ্যাম্পা, মিচেল সোয়েপসন, জেসন বেরেনডর্ফ, মোজেস হেনরিকস, ড্যান ক্রিশ্চিয়ান, মিচেল মার্শ, বেন ম্যাকডারমট, রাইলি মেরেডিথ, জশ ফিলিপ, অ্যাশটন টার্নার, ও অ্যান্ড্রু টাই।
এনইউ