বৃষ্টিতে পণ্ড শেষ দিন, জিততে না পারার আক্ষেপ কোহলির
ম্যাচ জিততে দরকার ছিল ১৫৭ রান। হাতে ছিল ৯ উইকেট। কিন্তু বৃষ্টির বাধায় শক্ত অবস্থানে থেকেও নটিংহ্যাম টেস্ট ড্র করেছে ভারত। ম্যাচশেষে অধিনায়ক কোহলি বলেছেন চতুর্থ দিন বিকেলে ব্যাটসম্যানরা জয়ের লক্ষ্য নিয়েই ব্যাট করেছে।
পুরো টেস্ট জুড়েই বেশ আগ্রাসী বোলিং করেছেন ভারতীয় পেসাররা। ইংল্যান্ডের সিমিং কন্ডিশনে চার পেসার ও মাত্র একজন স্পেশালিস্ট স্পিনার নিয়ে মাঠে নামে ভারত। পরবর্তী ম্যাচগুলোতেও একই ধারা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন কোহলি। সঙ্গে শেষদিনে বৃষ্টি আসায় আক্ষেপ প্রকাশ করেছেন ভারতীয় অধিনায়ক।
বিজ্ঞাপন
তিনি বলেন, ‘আমরা ভেবেছিলাম তৃতীয় ও চতুর্থ দিন বৃষ্টি নামতে পারে কিন্তু বৃষ্টি এসেছে পঞ্চম দিনে। চতুর্থ দিন শেষে আমরা জয়ের জন্য বেশ ভালো অবস্থানে ছিলাম। আমরা ভালভাবে আমাদের ইনিংস শুরু করতে চেয়েছিলাম এবং সেটা করতে আমরা সক্ষম হয়েছি।’
ম্যাচের আগেই মায়াঙ্ক আগারওয়ালের ইনজুরিতে দুশ্চিন্তা ভর করে ভারতীয় শিবিরে। ২০১৯ এর পর আর টেস্ট না খেলা লোকেশ রাহুল ওপেনিং এর দায়িত্ব ভালোই সামলেছেন।
প্রথম ইনিংস এ রবীন্দ্র জাদেজার ৫৬ রান ও টেল এন্ডারদের প্রতিরোধে ৯৫ রানের লিড পায় ভারত। কোহলি, রাহানে রান না পেলেও লোকেশ রাহুল ও জাদেজার দৃঢ়তায় ২৭৮ রানের পুঁজি পায় সফরকারীরা।
বিজ্ঞাপন
দ্বিতীয় ইনিংস এ ২০৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভালো শুরু করে ভারত। দলীয় ৩৪ রানে রাহুলকে হারালেও দিনের বাকি সময় নিরাপদেই পার করেন রোহিত শর্মা ও চেতেশ্বর পূজারা। শেষদিনে দারুণ এক লড়াইয়ের অপেক্ষা ছিল। কিন্তু তাতে বাধা হয়ে দাঁড়ায় বৃষ্টি। টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচ শেষ হয় ড্রতে।
যদিও ম্যাচ জয়ের আশা ছিল কোহলির, ‘আমাদের সুযোগ ছিল শেষ দিনে ম্যাচটা জেতার। একটা ভালো পার্টনারশিপ যথেষ্ট ছিল জেতার জন্য। আমরা বোলিং-ব্যাটিং দুটিতেই ভালো করেছি এবং প্রথম ইনিংসে পাওয়া লিড আমাদের জয়ের জন্য এগিয়ে রেখেছিল।’
এমএইচ/এটি