অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়। শুধু সিরিজ জয় বললে কম বলা হবে, অজিদের রীতিমতো মাটিতে নামিয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৪-১ ব্যবধানে জিতেছে টাইগাররা। তবে বাংলাদেশ দলের এমন পারফরম্যান্স ছাপিয়ে আলোচনায় মিরপুরের উইকেট। এসব নিয়ে মাথাব্যথা নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের।

অনেকেই প্রশ্ন তুলেছেন বিশ্বকাপের প্রস্তুতি ভাবনায় অস্ট্রেলিয়া সিরিজ, সেখানে কেন মন্থর উইকেটে খেলতে হবে বাংলাদেশকে? বিশ্বকাপের দুই দেশ সংযুক্ত আরব আমিরাত আর ওমানের উইকেট তুলনামূলক ফ্ল্যাট। তার উপর আইসিসির ইভেন্ট। যেখানে স্পোর্টিং উইকেটে খেলতে হবে। তবে ঘরের মাঠে অজিদের বিপক্ষে তেমন উইকেটে খেললেন না কেন সাকিব আল হাসানরা? সমালোচকদের এমন কথায় কান দিচ্ছে না বিসিবি।

আজ (মঙ্গলবার) মিরপুরে সংবাদমাধ্যম কর্মীদের মুখোমুখি হয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘সমালোচকদের সমালোচনা সবসময়ই চলতে থাকবে। আপনি দিন শেষে সফলতা দেখবেন। ফলাফল কী হয়েছে তা দেখবেন। সমালোচনা করার লোকরা তো সারাদিনই সমালোচনা করে। সুতরাং এগুলোতে কান দেওয়ার দরকার নেই।’

সঙ্গে যোগ করেন নান্নু, ‘ম্যাচ হারলেই তো সমালোচনা শুরু হয়ে যায়। ছেলেরা ভালো ক্রিকেট খেলেছে, আমরা এর ধারাবাহিকতা ধরে রাখতে চাই। সামনে নিউজিল্যান্ড সিরিজ। এটা নিয়েই চিন্তা করছি।’

মস্থর উইকেটে খেলা হলেও ব্যাটসম্যানদের বাহবা দিচ্ছেন নান্নু। প্রায় প্রতি ম্যাচেই স্কোরবোর্ডে ১২০ এর উপরে রান তুলেছেন স্বাগতিক ব্যাটসম্যানরা।

নান্নু বললেন, ‘অস্ট্রেলিয়া সিরিজের উইকেট ব্যাটসম্যানদের জন্য এত ভালো ছিল না। তারপরও আমাদের ব্যাটসম্যানরা রান রেট ছয়ের ওপর রাখার চেষ্টা করেছে। যে যেখানে সুযোগ পেয়েছে কাজে লাগিয়েছে। টিম ওয়ার্ক যথেষ্ট ভালো ছিল। এই সিরিজের সফলতা এখানেই।’

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে নান্নু জানালেন, ‘এই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে বিশ্বকাপে আমরা ভালো করব। এই দুই সিরিজের অভিজ্ঞতা কাজে লাগাতে চাই।’

টিআইএস