জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার ক্রিস কেয়ার্নসের বর্তমান অবস্থা নিয়ে মুখ খুলেছেন তার স্ত্রী মেলানিয়া ক্রোসার। বুধবার জানালেন, কেয়ার্নসের অবস্থার কিছুটা উন্নতি হলেও এখনো পুরোপুরি শংকামুক্ত নন তিনি।

গত সপ্তাহে ক্যানবেরায় ৫১ বছর বয়সী কেয়ার্নসের হৃদযন্ত্রের মূল ধমনীতে সমস্যা দেখা দেয়। এরপর থেকেই তিনি লাইফ সাপোর্ট ইউনিটে আছেন। কয়েকটি অপারেশন হয়েছে বটে, কিন্তু কেয়ার্নসের সাড়া মিলছে না তাতে। নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডারের জীবন নিয়ে শঙ্কা কাটছে না।

চিকিৎসায় সাড়া দিচ্ছেন না তিনি। এ কারণেই সিডনিতে বিশেষ চিকিৎসকের কাছে পাঠানো হয়েছে। সেখানেই মেলানিয়া বলেন, ‘ক্যানবেরাতে প্রাথমিক অস্ত্রোপচারের পর তার শারীরিক অবস্থার অবনতি থাকায় তাকে সিডনির সেন্ট ভিনসেন্ট হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ফের অস্ত্রোপচারের মুখে তিনি।’

এই কঠিন সময়ে পাশে থাকার জন্য সকলকে কৃতজ্ঞতা জানিয়ে কেয়ার্নসের স্ত্রী বলেন, ‘শুভকামনা ও প্রার্থনার জন্য সবাইকে ধন্যবাদ।’ কেয়ার্নস পরিবার এই কঠিন সময়ে সকলকে তাদের পারিবারিক গোপনীয়তাকে সম্মান করতে অনুরোধ করেছে।

কেয়ার্নসের বাবাও ছিলেন ক্রিকেটার। ল্যান্স কেয়ার্নস নিজ নামেই পরিচিত। বাবার পথ ধরে ক্রিস কেয়ার্নস খেলেছেন নিউজিল্যান্ডের হয়ে। ১৯৮৯ থেকে ২০০৬ সালের মধ্যে কিউইদের হয়ে ৬২ টেস্ট ম্যাচ, ২১৫টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। করেছেন ৮২৭৩ রান। নিয়েছেন ৪২০টি উইকেট।

খেলা ছেড়ে দেওয়ার পর কেয়ার্নস স্ত্রী ও সন্তানদের নিয়ে বসবাস করছেন ক্যানবেরায়। সেখানে স্মার্টস্পোর্টস নামে একটি সংস্থার বড় দায়িত্বে তিনি। ভার্চুয়াল স্পোর্টস নিয়ে কাজ করে এই সংস্থাটি।

খেলোয়াড় জীবনে তিনি তার সময়ের অন্যতম সেরা অলরাউন্ডারদের একজন ছিলেন। সেই কেয়ার্নসের অসুস্থতা ভাবিয়ে তুলেছে ক্রিকেট নিউজিল্যান্ডকেও। কেয়ার্নসের দ্রুত সুস্থতা কামনা করেছে তারা। 

এআইএ/এটি/টিআইএস