ইট ছুঁড়লে জবাব পাবে পাটকেলে, ইংল্যান্ডকে কোহলির হুঁশিয়ারি
বিরাট কোহলি/ফাইল ছবি
লর্ডসে মিলেছিল এক দুরন্ত জয়। তাতে ইংল্যান্ডের মাটিতে আরও একটা টেস্ট সিরিজ জয়ের সম্ভাবনাটাও উঁকি দিচ্ছে ভারত শিবিরে। অধিনায়ক বিরাট কোহলি জানালেন, সেই জয়ের আগে ইংল্যান্ডের এক উস্কানিতে তেঁতে গিয়েছিল ভারত। এরপর রীতিমতো হুঁশিয়ারই করে দিলেন প্রতিপক্ষকে। বলে দিলেন, উস্কে দিলে সেই জবাবটা মাঠেই দেবে তার দল।
ব্যাটিং তো আছেই, তার পাশাপাশি আক্রমণাত্মক অধিনায়কত্বের জন্যও বিরাট কোহলির নামডাক আছে ক্রিকেট বিশ্বে। লর্ডস টেস্টের শেষ দিনে এক টিম হার্ডলে দলকে তাঁতিয়ে দিয়েছিলেন জ্বালাময়ী এক কথায়, বলেছিলেন, ‘সেখানে যদি কাউকে হাসতে দেখেছি, তাহলে এর পরিণাম দেখে নিও। এমন কিছু করতে হবে যেন তারা মনে করে যে, তারা নরকে চলে এসেছে’।
বিজ্ঞাপন
এবার আরও এক আগ্রাসি নেতৃত্বের নজির স্থাপন করলেন প্রতিপক্ষকে হুঁশিয়ার করে দিয়ে। বললেন, ‘আমরা একজোট হয়ে খেলি। জেতার জন্য মাঠে নামি। আমাদের জেতার মাঝে কেউ বাধা হয়ে দাঁড়ালে কিংবা কেউ যদি ইচ্ছাকৃত উস্কানোর চেষ্টা করে, তা হলে আমরা কিন্তু পিছিয়ে যাব না। পাল্টা দেব।’
কী হয়েছিল লর্ডসে? যার ফলে রীতিমতো তেঁতেই গেল ভারত? সিরিজের দ্বিতীয় টেস্টে দুই দলের ক্রিকেটারদের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছে অনেক বার। জেমস অ্যান্ডারসন, জস বাটলারদের বিরুদ্ধে মাঝেমধ্যেই গর্জে উঠেছিলেন কোহলি, যশপ্রীত বুমরাহরা। সেই টেস্ট শেষ হয়ে গেলেও রেশটা যে এখনও কাটেনি, ইংল্যান্ডকে সেটাই যেন মনে করিয়ে দিলেন ভারত অধিনায়ক।
বিজ্ঞাপন
তবে প্রতিপক্ষ দলের অবস্থা যে খুব ভালো, বিষয়টা মোটেও তেমন নয়। চোটাঘাতে জর্জরিত হয়ে আছে ইংলিশরা। বেন স্টোকস অনেক আগেই নিজেকে সরিয়ে নিয়েছিলেন ক্রিকেট থেকেই। জফরা আর্চারকে স্বাগতিকরা পাচ্ছে চোটের জন্য। স্টুয়ার্ট ব্রডও কাফ মাসলের চোটে পুরো সিরিজ থেকেই ছিটকে গিয়েছেন। ক্রিস ওকস, মার্ক উডও চোট পেয়েছেন।
কোহলি অবশ্য সেটা নিয়ে ভাবতে চাইছেন না। বলছেন, ‘বিপক্ষ শক্তিশালী না দুর্বল, সেটা দেখে খেলা আমাদের কাজ নয়। আমাদের কাজ ভাল ক্রিকেট খেলে ম্যাচ জেতা। আমরা সবাইকে হারানোর ক্ষমতা রাখি।’
এনইউ