মিসবাহ উল হক/ফাইল ছবি

ক্যারিবীয় দ্বীপপুঞ্জে সময়টা নেহায়েত খারাপ কাটেনি পাকিস্তানের। সেই সফর শেষ, এবার দেশে ফেরার তাড়া ছিল দলের। কিন্তু সেই দল থেকে ছিটকে গেলেন প্রধান কোচ মিসবাহ উল হক। শরীরে করোনাভাইরাসের উপস্থিতি তাকে রুখে দিয়েছে উইন্ডিজেই।

প্রধান কোচ করোনায় আক্রান্ত। সে অবস্থায় তো আর যাই হোক, তাকে দেশে নিয়ে আসা যায় না। পাকিস্তান দল তা করেওনি। তাকে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে রেখেই যাত্রা শুরু করেছে দেশে ফেরার। 

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বুধবার রাতে এক বিবৃতিতে জানায় বিষয়টি। ওয়েস্ট ইন্ডিজ ছাড়ার আগে দুই দফায় করানো করোনা পরীক্ষায় পাকিস্তান দলের প্রধান কোচের ফল কোভিড-১৯ পজিটিভ এসেছে। এ কারণে আপাতত তাকে থাকতে হবে ১০ দিনের আইসোলেশনে। দলের আর কারও পরীক্ষার ফল পজিটিভ আসেনি। ফলে এদিনই দলের বাকিরা ফিরে যাচ্ছেন দেশে। 

বিবৃতিতে আরও বলা হয়েছে, তার খবরাখবর রাখতে পিসিবি ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের সাথে সার্বক্ষণিক যোগাযোগ করছে। তারাই নিশ্চিত করেছে মিসবাহকে ১০ দিনের কোয়ারেন্টিন করতে হবে। আর এজন্য অন্য একটি হোটেলে স্থানান্তরিত করা হবে তাকে। সেখানে তার স্বাস্থ্য এবং সুস্থতার দেখাভাল করার জন্য নিয়োগ করা হবে একজন মেডিকেল বিশেষজ্ঞ।’

এনইউ/এটি