হার্টের অপারেশন করাতে গিয়ে প্যারালাইজড কেয়ার্নস
হার্টের অস্ত্রোপাচার করতে গিয়ে মেরুদণ্ডের স্ট্রোক হয়েছে নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার ক্রিস কেয়ার্নসের। তাতে পা অকেজো হয়ে প্যারালাইজড হয়ে গিয়েছেন নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটারের, এমনটাই জানিয়েছেন তার আইনজীবি লয়েড।
৫১ বছর বয়সী সাবেক কিউই অলরাউন্ডার ক্যানবেরায় ফিরে এসেছেন। তবে সিডনিতে করা হার্ট সার্জারির পর শারীরিক জটিলতার মুখে পড়তে হয়েছে কেয়ার্নসকে। ফলে রীতিমতো আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন তারকা ক্রিকেটার।
বিজ্ঞাপন
কেয়ার্নসের আইনজীবী অ্যারন লয়েড এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, ‘প্রাণ বাঁচাতে ক্রিস কেয়ার্নসের হৃদযন্ত্রে আপত্কালীন অস্ত্রোপচারের প্রয়োজন হয়। সিডনির সেই অস্ত্রোপচারের সময় স্পাইনাল স্ট্রোকে আক্রান্ত হন কেয়ার্নস। এর ফলে তার পা দুইটি প্যারালাইজড হয়ে পড়ে।’
আপাতত অস্ট্রেলিয়ায় মেরুদণ্ডের রোগের চিকিত্সা করা হয় এমন এক হাসপাতালে বিশেষজ্ঞ ডাক্তারদের নজরদারিতে থাকবেন সাবেক এই ক্রিকেটার।
বিজ্ঞাপন
এর আগে হৃদরোগে আক্রান্ত হয়ে ক্যানবেরার হাসপাতালে ভর্তি হয়েছিলেন কেয়ার্নস। পরে তাকে সিডনির সেন্ট ভিনসেন্ট হাসপাতালের লাইফ সাপোর্ট ইউনিটে স্থানান্তরিত করা হয়। তার হৃদযন্ত্রের মূল ধমনীতে সমস্যা দেখা দিয়েছিল। সমস্যা মেটাতে তড়িঘড়ি কেয়ার্নসের হার্ট সার্জারি করা হয়। বেশ কিছুদিন লাইফ সাপোর্টে থাকার পর ক্যানবেরায় নিজের বাড়িতে ফেরেন সাবেক এই কিউই তারকা।
এমএইচ