বন্ধু কেয়ার্নসের জন্য দুশ্চিন্তায় শচীন
ক্রিজের এ পাশ থেকে বল হাতে ছুটে যাচ্ছেন ক্রিস কেয়ার্নস, আর ওপাশে ব্যাট হাতে তৈরি শচীন টেন্ডুলকার। বাইশ গজের যুদ্ধে এমন লড়াই দেখতে এক সময় মুখিয়ে থাকতেন ক্রিকেটপ্রেমীরা। তবে এ লড়াইয়ের আড়ালেও যে একটা বন্ধুত্ব ছিল, তারই প্রমাণ মিলল এবার।
পক্ষাঘাতে আক্রান্ত হয়ে পড়েছেন ক্রিস কেয়ার্নস। তার জন্য চিন্তার শেষ নেই মাস্টার ব্লাস্টারের। নিজের মনের কথা টুইট করে এমনটাই জানালেন ভারতীয় এই কিংবদন্তি।
বিজ্ঞাপন
শচীন লিখেছেন, ‘ক্রিস কেয়ার্নসের জন্য চিন্তা হচ্ছে। তাই প্রার্থনা করছি। দ্রুত সুস্থ হয়ে ওঠো বন্ধু। গোটা ক্রিকেট দুনিয়া তোমার জন্য প্রার্থনা করছে।’
গত মাস থেকে গুরুতর অসুস্থ নিউজিল্যান্ডের হয়ে ৬২টি টেস্ট, ২১৫টি একদিনের ম্যাচ ও ২টি টি-টোয়েন্টি খেলা কেয়ার্নস। হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন কয়েক সপ্তাহ আগে। এরপর অস্ত্রোপচার করিয়েছিলেন, এর কিছু পরে ভালো সাড়া মিললেও সবশেষ জানা গেছে শিরদাঁড়া ক্ষতিগ্রস্ত হয়েছে তার। যার ফলে তিনি এখন পক্ষাঘাতে আক্রান্ত। একটা সময় ২২ গজ দাপিয়ে বেড়ানো কেয়ার্নসের ভরসা তাই এখন হুইল চেয়ার।
বিজ্ঞাপন
এনইউ/এটি