আজ (শুক্রবার) রাত পৌনে দুইটায় বাংলাদেশ দলের কিরগিজিস্তানের রাজধানী বিশকেকের ফ্লাইট। করোনাকালীন সময়ে আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে এখন বিমানবন্দরে আনুষ্ঠানিকতা একটু বেশি। আজ বাংলাদেশ প্রিমিয়ার লিগে চারটি ম্যাচ ছিল। চার ম্যাচেই জাতীয় দলে ডাক পাওয়া ফুটবলারদের ক্লাবের খেলা ছিল।
 
বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার দল সাইফ স্পোর্টিংয়ের লিগের ম্যাচ শেষ হয়েছে। সর্বশেষ ম্যাচটি ছিল আজ সাইফ স্পোর্টিং এবং ব্রাদার্স ইউনিয়নের। এই ম্যাচটি শেষ হয়েছে রাত আটটার পর। ড্রেসিংরুম কিছুটা বিশ্রাম নিয়ে জামাল, রহমত, রাফিদের বিশকেকের উদ্দেশে রওনার প্রস্তুতি নিতে হয়েছে। 

জামাল ভূঁইয়ারা আজ ২১ জন যাচ্ছেন ঢাকা থেকে। রাহবার ও তাহমিদ কানাডা এবং ফ্রান্স থেকে বিশকেকে যোগ দেবেন। কোচিং স্টাফদের মধ্যে গোলরক্ষক কোচ লিস ক্লাভলি ইংল্যান্ড থেকে আসবেন বিশকেকে। 

বাংলাদেশের কিরগিজস্তান সফরে এবার পর্যবেক্ষক হয়ে যাচ্ছেন সাবেক জাতীয় ফুটবলার ইলিয়াস হোসেন। এছাড়া এই সফরে বাফুফের আর কোনো কর্মকর্তা নেই। 

এজেড/এমএইচ