দীর্ঘ চার বছর পর গত ২৫ আগস্ট হয়ে গেল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বার্ষিক সাধারণ সভা বা এজিএম। বিসিবির নির্বাচন ঘনিয়ে এলেও সেই এজিএমে এ বিষয়ে কোন আলোচনা হয়নি বলে জানান সভাপতি নাজমুল হাসান পাপন। ক্রিকেট বোর্ডের বড় কর্তা আভাস দিয়েছিলে, ১ সেপ্টেম্বর বসবে বিসিবির পরবর্তী সভা। সেখানে নির্বাচনসহ বেশকিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত হবে।

আজ ১ সেপ্টেম্বর (বুধবার) মাঠে গড়াবে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের মধ্যকার পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। মিরপুরে ম্যাচটি শুরু হবে বিকাল ৪টায়। একই দিন তার আগেই ১১তম বোর্ড সভায় বসবেন বিসিবির পরিচালকরা। আজ এই বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে দুপুর ১টায়।

গুরুত্বপূর্ণ এই বোর্ড সভায় ক্রিকেট বোর্ডের অধিকাংশ পরিচালকই উপস্থিত থাকার কথা রয়েছে। প্রায় পৌনে এক ঘণ্টাব্যাপী চলবে এই সভা। জানা গেছে সভার মূল এজেন্ডা তিনটি। এ বছরের অক্টোবর-নভেম্বরের মধ্যেই বিসিবির নির্বাচন করার আইনি ও সাংবিধানিক বাধ্যবাধকতা আছে। অর্থাৎ ওই সময়ের মধ্যে পরিচালনা পর্ষদের নির্বাচন শেষ করতে হবে। সে নিয়ে আলোচনা হবে বৈঠকে।

আলোচনায় বিষয়বস্তুতে প্রাধান্য পাবে ক্রিকেটারের কেন্দ্রীয় চুক্তির বিষয়টি। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা খেলোয়াড়দের চুক্তির বিষয়টির সুরাহা হতে পারে আজ। সঙ্গে সভায় ওঠানো হবে আইসিসির মেগা ইভেন্ট বিশ্বকাপ বা চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনের বিষয়টি। একই সাথে আরও কয়েকটি বিষয় সভায় গুরুত্ব পাবে। তার মধ্যে সহকারী অধিনায়ক বিষয়টিও থাকবে। বাংলাদেশ দলের কোন ফরম্যাটেই যে সহকারী অধিনায়ক নেই।

সবে মিলিয়ে বাংলাদেশ ক্রিকেটে ব্যস্ততম একটি দিন কাটবে আজ। টাইগার ক্রিকেট সমর্থকরাও অপেক্ষায় থাকবেন, বোর্ড সভা শেষে কি কি সিদ্ধান্ত গৃহীত হচ্ছে।

টিআইএস/এনইউ