নিউজিল্যান্ডকে সর্বনিম্ন রানের লজ্জা দিলো বাংলাদেশ
নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা যেন রান করতেই ভুলে গেছেন বাংলাদেশের বিপক্ষে। প্রথম টি-টোয়েন্টিতে পুরো ইনিংস জুড়ে আশা যাওয়ার মিছিলেই ব্যস্ত থাকলেন তারা। মুস্তাফিজুর রহমানের তিন উইকেট, সাকিব আল হাসান, নাসুম আহমেদ এবং মোহাম্মদ সাইফুদ্দিনের জোড়া আঘাতে লজ্জায় ডুবল নিউজিল্যান্ড।
টি-টোয়েন্টিতে আবারও নিজেদের সর্বনিম্ন সংগ্রহের লজ্জায় ডুবল কিউইরা। টাইগারদের বোলিং তোপে মাত্র ১৬ ওভার ৫ বলে ৬০ রানে গুটিয়ে গেছে নিউজিল্যান্ড। ২০১৪ সালে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে ৬০ রানই ছিল এতদিন কিউইদের সর্বনিম্ন টি-টোয়েন্টি স্কোর। তবে নিউজিল্যান্ডের সর্বনিম্ন স্কোরের তালিকায় সবার উপরে থাকবে বুধবারের ম্যাচেরটি।
বিজ্ঞাপন
২০১৪ সালের ওই খেলায় কিউইদের অলআউট করতে শ্রীলঙ্কাকে অপেক্ষা করতে হয়েছিল ইনিংসের শেষ ওভার পর্যন্ত। কিন্তু টাইগার বোলারদের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ১৭তম ওভারেই গুঁটিয়ে গেল কিউইদের ইনিংস।
১৭ তম ওভারের পঞ্চম বলে আবারও নিজের মূল অস্ত্র স্লোয়ার ছাড়েন মুস্তাফিজ। ফুল লেন্থে করা অফ স্টাপের বাইরের বলটি তুলে মারতে গিয়ে লং অনে মোহাম্মদ সাইফুদ্দিনের দুর্দান্ত ক্যাচে পরিণত হন কিউই বোলার জ্যাকব ডাফি। কিউইদের ইনিংসের পুরোটা জুড়ে এটাই ছিল ব্যাটসম্যানদের চিত্র। এর আগে টি-টোয়েন্টিতে পাঁচ বার ১০০ রানের নিচে অলআউট হয়েছে নিউজিল্যান্ড। টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের সর্বনিম্ন পাচটি স্কোরের দুটিই শ্রীলঙ্কার বিপক্ষে।
বিজ্ঞাপন
টি-টোয়েন্টিতে কিউইদের সর্বনিম্ন রানের তালিকা-
১। ৬০ প্রতিপক্ষ বাংলাদেশ -২০২১
২। ৬০ প্রতিপক্ষ শ্রীলঙ্কা - ২০১৪
৩। ৮০ প্রতিপক্ষ পাকিস্তান -২০১০
৪। ৮১ প্রতিপক্ষ শ্রীলঙ্কা -২০১০
৫। ৮৬ প্রতিপক্ষ সাউথ আফ্রিকা -২০১২
এআইএ/এটি