রেকর্ড গড়া জয়। এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে ১০ টি-টোয়েন্টি ম্যাচ খেললেও জয়ের স্বাদ পায়নি বাংলাদেশ। আজ (বুধবার) মিরপুরে কিউইদের রীতিমতো মাটিতে নামাল টাইগাররা। সফরকারীদের ৬০ রানে গুঁড়িয়ে দিয়ে ৭ উইকেটের বিশাল জয় পেয়েছে স্বাগতিকরা। এতে প্রথমবারের মতো ব্ল্যাকক্যাপসদের হারাল লাল-সবুজের প্রতিনিধিরা। পাঁচ ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেল বাংলাদেশ।

ম্যাচ জয়ের পর বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বললেন, প্রতিপক্ষকে চাপে রাখতে অতিরিক্ত কিছু করার চেষ্টা করেনি দল। বোলাররা পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিজেদের সেরাটা দিয়েছে।

টাইগার দলপতি মাহমুদউল্লাহ জানালেন, ‘আমাদের বোলাররা উইকেট শিকার করতে অনেক ক্ষুধার্ত ছিল এবং নিজেদের দক্ষতা ও সামর্থ্যেও খুব সুশৃঙ্খল ছিল। তারা অতিরিক্ত কিছু করার চেষ্টা করেনি। পরিস্থিতির সাথে মানিয়ে নিজেদের সেরাটা দিয়েছে। এটিই গুরুত্বপূর্ণ ব্যাপার এবং তাদের পারফরম্যান্সের ধারাবাহিকতা চমৎকার।’

আরও বলছিলেন মাহমুদউল্লাহ, ‘বেশ ভালো লাগছে। ওদের বিপক্ষে বেশ কিছু ম্যাচ হেরেছি আমরা। টানা হারের পরে জয় তুলে নিতে পেরে ভালো লাগছে। সিরিজের প্রথম ম্যাচটি সবসময় বেশি গুরুত্বপূর্ণ হয়, বিশেষ করে পাঁচ ম্যাচের সিরিজে। আমাদের এই ধারাবাহিকতা বজায় রাখতে হবে।’

নিজেদের ক্রিকেট ইতিহাসে টি-টোয়েন্টি ফরম্যাটে কিউইদের সর্বনিম্ন সংগ্রহ ছিল ৬০ রান। আজ সেই দৃশ্যের পুরনাবৃত্তি ঘটল। সমান ৬০ রানে গুটিয়ে যায় সফরকারীরা। এদিন অবশ্য টস ভাগ্য কথা বলেছিল নিউজিল্যান্ডের হয়ে। অধিনায়ক টম লাথাম আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন। এতেই বাধে বিপত্তি। স্কোর বোর্ডে ৯ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে বসে তারা। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি সফরকারীরা।

মাহমুদউল্লাহও জানালেন, টস জিতলে আগে ব্যাটিং নিতেন তিনি। মাহমুদউল্লাহ জানান, ‘আমিও আগে ব্যাটিং করতে চেয়েছিলাম। এই উইকেট সবসময়ই বেশ কঠিন। এখানে ভালো করতে হলে শুরু থেকেই রান তুলতে হবে কিংবা উইকেট শিকার করতে হবে। তাই বোলিং করতে নেমেও আমাদের লক্ষ্য ছিল দ্রুত উইকেট তুলে প্রতিপক্ষকে চাপে ফেলা। আপনি যেটিই আগে করেন না কেন সেটিই ভালোভাবে করতে হবে।’

টিআইএস