তবু নিউজিল্যান্ডের বিপক্ষে ফেভারিট নয় বাংলাদেশ!
চলমান সিরিজ শুরুর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি ফরম্যাটে ১০টি ম্যাচ খেলেও জয়ের স্বাদ পায়নি বাংলাদেশ। এবার সে আক্ষেপে প্রলেপ পড়েছে। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে কিউইদের ৬০ রানে আটকে দিয়ে ৭ উইকেটে জয় টাইগারদের। সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে যেতে দ্বিতীয় ম্যাচে আজ (শুক্রবার) ব্ল্যাকক্যাপসদের মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা। মিরপুরে ম্যাচটি শুরু হবে বিকাল ৪টায়।
আগামী ১৭ অক্টোবর পর্দা উঠবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের। শুরুর দিনই মাঠে নামবে টাইগাররা, প্রতিপক্ষ স্কটল্যান্ড। বিশ্বকাপের আগে এখন পর্যন্ত কুড়ি ওভারের ফরম্যাটে নিজেদের শেষ ১০ ম্যাচের ৭টিতে জিতেছে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের দল। এবার বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস ধরে রাখার মিশন বাংলাদেশের। এজন্য নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও জয়ে চোখ স্বাগতিকদের।
বিজ্ঞাপন
সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামার আগে টাইগার অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন যেমন বলছিলেন, ‘আমরা মাশাআল্লাহ শেষ কয়েকটা ম্যাচে টানা জয়ের ধারায় আছি। তো নিউজিল্যান্ডের বিপক্ষে বাকি ম্যাচগুলোতেও যদি জয়ের ধারা অব্যাহত রাখতে পারি তো বিশ্বকাপের কোয়ালিফাই ম্যাচ থেকে শুরু করে সব ম্যাচে ভালো কাজে দিবে।’
তবে এ ম্যাচে নিজেদের ফেভারিট মানতে নারাজ সাইফউদ্দিন, ‘টি-টোয়েন্টি এমন একটা ফরম্যাট এখানে ফেভারিট বলাটা কঠিন। ব্যাটিং উইকেটে খেলা হলে যেদিন যাদের ব্যাটে ভালো টাচ থাকবে সেই জিতবে। এজন্য আত্মবিশ্বাসটা খুবই গুরুত্বপূর্ণ।’
বিজ্ঞাপন
কিউইদের বিপক্ষে এ ম্যাচে বাংলাদেশ দলে পরিবর্তনের সম্ভাবনা নেই বললেও চলে। পেসার শরিফুল ইসলামের সঙ্গে আগের ম্যাচের মতো সৌম্যকেও সাইড বেঞ্চে দেখা যেতে পারে। তবে পরিবর্তন আসার সম্ভাবনা আছে নিউজিল্যান্ড শিবিরে। করোনা কাটিয়ে সুস্থ হয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন ওপেনার ফিন অ্যালেন। টম ব্লান্ডেলের জায়গায় তাকে খেলাতে পারে কিউই টিম ম্যানেজমেন্ট।
দুই দলের সম্ভাব্য একাদশ-
বাংলাদেশ: লিটন দাস, নাঈম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
নিউজিল্যান্ড: রাচিন রবীন্দ্র, টম ব্লান্ডেল/ফিন অ্যালেন, উইল ইয়াং, কলিন ডি গ্র্যান্ডহোম, টম লাথাম, হেনরি নিকোলস, কোল ম্যাককঞ্চি, ডগ ব্রেসওয়েল, এজাজ প্যাটেল, ব্লেয়ার টিকনার ও জ্যাকব ডাফি।
টিআইএস/এনইউ