ভেনেজুয়েলার বিপক্ষে যাদের নিয়ে মাঠে নামল মেসির আর্জেন্টিনা
দীর্ঘ তিন মাসের বিরতি শেষে আজ আবারও বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে মাঠে নেমেছে আর্জেন্টিনা। লিওনেল মেসির দল অবশ্য ম্যাচ খেলতে নামছে প্রায় দুই মাস পর। মাঝে কোপা আমেরিকা জয়ের কীর্তি আছে তাদের। আজ যখন ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামছে দলটি, কোপা ফাইনালের সেই দল থেকে পরিবর্তন আসেনি খুব একটা।
সবশেষ ম্যাচ থেকে কোচ লিওনেল স্ক্যালোনি পরিবর্তন এনেছেন তিনটি। গনজালো মন্তিয়েলের জায়গায় এসেছেন নাহুয়েল মলিনা। আর নিষেধাজ্ঞার কারণে না থাকা ক্রিশ্চিয়ান রোমেরোর জায়গায় এসেছেন হেরমান পেজ্জেলা। নিষেধাজ্ঞা ছিটকে দিয়েছে কোপা ফাইনালের দলে থাকা লিয়ান্দ্রো পারেদেসকেও, তার জায়গায় ডিফেন্সিভ মিডফিল্ডে দলে এসেছেন গিদো রদ্রিগেজ।
বিজ্ঞাপন
একাদশ-
মেসি, মার্টিনেজ, ডি মারিয়া
ডি পল, রদ্রিগেজ, লো চেলসো
আকুনইয়া, অটামেন্ডি, পেজ্জেলা, মলিনা
এমিলিয়ানো
এনইউ
বিজ্ঞাপন