পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় ম্যাচে ভিন্ন দুই সমীকরণ নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড দল। রোববার মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচ জিতলে যেখানে সিরিজ জয় নিশ্চিত হবে টাইগারদের, সেখানে সিরিজ বাঁচাতে জিততেই হবে কিউইদের। 

এমন ম্যাচে ব্যাট হাতে ভালো শুরু পেয়েছিল নিউজিল্যান্ড। তবে পেসার মোহাম্মদ সাইফউদ্দিনের জোড়া আঘাতে বিপদে সফরকারী শিবির। ইনিংসের সপ্তম ও নিজের প্রথম ওভার বল করতে এসে লেগ বিফোরের ফাঁদে ফেলে শুরুতে উইল ইয়াং এবং পরে কলিন ডি গ্র্যান্ডহোমকে ফেরান সাইফউদ্দিন। এর আগে ইনিংসের তৃতীয় ওভারে ওপেনার অ্যালেন ফিনকে আউট করেন মুস্তাফিজুর রহমান।

এই প্রতিবেদন লেখার সময় ৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের সংগ্রহ ৫৩ রান। এর আগে ওপেনিং জুটিতে অবশ্য ভালো শুরু পেয়েছিল সফরকারীরা।

এদিকে ইনিংসের ষষ্ঠ ওভার নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। নাসুম আহমেদের ওই ওভার ৫ বলে শেষ করে দিয়েছেন আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ।

টিআইএস/এটি