একজন বাংলাদেশে, আরেকজন মার্কিন যুক্তরাষ্ট্রে। বছরের প্রায় সময়টাই এমন দূরত্বে কাটে তাদের। ব্যস্ত ক্রিকেটসূচির কারণে সাকিব আল হাসান আর উম্মে আহমেদ শিশিরের দেখা কমই হয়। এভাবেই কেটে যায় তাদের সময়। তবে এমন ব্যস্ততাতে যে তাদের কষ্ট দেয় সেটা আড়াল করেন না এই তারকা দম্পতি। এবার যেমন আক্ষেপ রেখেই ফেসবুকে লিখলেন শিশির।

সোমবার, ৬ সেপ্টেম্বর নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটা ছবি পোস্ট করে শিশির যা লিখলেন, তার প্রিয় মানুষটিকে কাছে পাওয়ার আকুতি থাকল তাতে। শিশির এক লাইনে যা লিখেছেন তার অনুবাদ অনেকটা এমন, শিগগিরই তোমাকে দেখার জন্য আর তর সইছে না।

দিন কয়েক আগে আক্ষেপ ছিল সাকিবের কথাতেও। বাংলাদেশের এই তারকা ক্রিকেটার জানাচ্ছিলেন, তার কন্যা আলাইনা হাসান স্কুলে প্রথমে গ্রেডে পা রেখেছে। পিঠে স্কুলব্যাগসহ কন্যার একটি ছবি পোষ্ট করে গত বৃহস্পতিবার সাকিব লেখেন, ‘আমার ছোট্ট কন্যা আর ছোটটি নেই। স্কুলে প্রথম গ্রেডে প্রথম দিন শুরু হয়েছে ওর। তোমার এই বিশেষ দিনে দূরে থাকার সময়টা আমার জন্য খুবই কষ্টের।’

যুক্তরাষ্ট্র প্রবাসী শিশিরের সঙ্গে সাকিবের সংসার শুরু হয় সেই ২০১২ সালের ডিসেম্বরে। ২০১৫ সালের ৮ নভেম্বর এই তারকা দম্পতির ঘর আলো করে আসে প্রথম কন্যা সন্তান আলাইনা হাসান অব্রি। ২০২০ সালের এপ্রিলে দ্বিতীয় কন্যার জনক হন সাকিব। যার নাম রাখেন রাম হাসান। এরপর এ বছরের ১৬ মার্চে তাদের ঘরে আসে পুত্র সন্তান, ইজাহ আল হাসান।

এটি/এমএইচ