আজ (সোমবার) সকালে কাঠমান্ডুর উদ্দেশে রওনা হয়েছেন বাংলাদেশ জাতীয় নারী ফুটবলাররা। ঢাকা-কাঠমান্ডু স্বাভাবিক ফ্লাইট না থাকায় বাফুফে সাবিনাদের চার্টার্ড বিমানে কাঠমান্ডু পাঠাচ্ছে। বাংলাদেশ সময় এগারোটার দিকে কাঠমান্ডু বিমানবন্দরে পৌঁছায় বাংলাদেশ দল। সাফের মিডিয়া ম্যানেজার আয়ুশ খাড়কা বিষয়টি নিশ্চিত করেছেন। ফিরতি ফ্লাইটে তিনি আজ ঢাকায় আসবেন সাফ সচিবালয়ে যোগদানের জন্য। 

নেপালের পোখরায় দুইটি প্রীতি ম্যাচ হওয়ার কথা ছিল। স্টেডিয়াম পুরোপুরি প্রস্তুত না হওয়ায় কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামেই ৯ ও ১২ সেপ্টেম্বর দুইটি প্রীতি ম্যাচ খেলবেন সাবিনারা। এই দুই প্রীতি ম্যাচ খেলে কাঠমান্ডু থেকে উজবেকিস্তানের উদ্দেশে রওনা হবেন গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। এএফসি মহিলা এশিয়া কাপে বাংলাদেশের প্রতিপক্ষ জর্ডান ও ইরান।
 
দেশ ছাড়ার আগে বাংলাদেশ জাতীয় নারী দলের প্রধান কোচ গোলাম রব্বানী ছোটন বলেন, ‘করোনা পরিস্থিতির মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলা খুব কঠিন। বাফুফে সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে মেয়েদের দুইটি ম্যাচ খেলার আয়োজন করেছে। আশা করি এই দুই ম্যাচের মাধ্যমে মেয়েরা উজবেকিস্তানে ভালো কিছু করবে।’
 
২০১৯ সালে নারী সাফ চ্যাম্পিয়নশিপের পর বাংলাদেশ জাতীয় নারী দল আর কোনো ম্যাচ খেলেনি। প্রায় আড়াই বছর পর ৯ সেপ্টেম্বর নেপালের বিরুদ্ধে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে পুনরায় ফিরবেন সাবিনারা।
 
এজেড/এমএইচ/এটি