এই মৌসুম শেষেই অবসরে যেতে পারেন পিকে
গত এক যুগ ধরে বার্সেলোনার অন্যতম ভরসার নাম ডিফেন্ডার জেরার্ড পিকে। এবার তিনি ইঙ্গিত দিলেন অবসরের। চলতি মৌসুমেই হতে পারে সেটি। তবে নিজের প্রিয় ক্লাব বার্সেলোনায় খেলেই অবসরে যেতে চান তিনি।
নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে স্প্যানিশ গণমাধ্যম লা সোতানাকে পিকে বলেন, ‘আমি বার্সাতেই অবসর নিতে চাই। এটাই আমার শেষ মৌসুম হতে পারে। আমি নিশ্চিত না আমি আগামী বছর খেলব কি না। যেদিন আমার মনে হবে আমি আর বার্সাকে সাহায্য করতে পারছি না আমি বিদায় নিয়ে নেব।’
বিজ্ঞাপন
পিকের এমন ঘোষণায় অনেকেই ভাবছেন ২০২১-২২ মৌসুম শেষেই বিদায় বলবেন স্পেনের হয়ে বিশ্বকাপজয়ী এই ফুটবলার। বার্সেলোনা যুব দল থেকে উঠে আসা পিকে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ক্যারিয়ার শুরু করেন। পরে ২০০৮ সালে কাতালান ক্লাবটিতে ফিরে আসেন তিনি। বার্সেলোনায় ফিরে আসার পর গত ১৩ বছরে ৫৬৮টি ম্যাচে বার্সার হয়ে মাঠে নেমেছেন এই ডিফেন্ডার।
চরম আর্থিক সঙ্কট, লিওনেল মেসি, আন্টেয়ান গ্রিজম্যানের বিদায় সব মিলিয়ে বেশ কঠিন সময় পার করছে বার্সেলোনা। চলতি মৌসুমে রক্ষণভাগ অটুট রাখতে সম্প্রতি বেতন কমাতে রাজি হওয়া এই অধিনায়কের দিকেই চেয়ে থাকবে বার্সা সমর্থকরা।
এআইএ/এমএইচ
বিজ্ঞাপন