পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের দায়িত্ব থেকে মিসবাহ উল হক ও ওয়াকার ইউনিস সরে গেছেন আগেই। আসার পর পাকিস্তান দলের অন্তর্বর্তীকালীন কোচ হয়েছেন সাকলাইন মুশতাক। বাবর আজমদের দায়িত্ব পাওয়ার পর সাকলাইন জানিয়েছেন আসন্ন সিরিজের জয়-হার সমস্ত কিছুর দায়ভার তিনি নেবেন। পাঞ্জাবের এই স্পিন জাদুকরের বর্তমানে একটাই লক্ষ্য, কিইউদের বধ করা। 

৪৪ বছর বয়সী সাবেক এই স্পিনার আসন্ন নিউজিল্যান্ড সিরিজ উপলক্ষে মিসবাহ উল হকের পরিবর্তে সাময়িকভাবে প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন। সাকলাইন বিশ্বাস করেন পাকিস্তানের বর্তমানের এই দলটি অন্যতম বিশ্বের সেরা এক দল।  

পাকিস্তানের সাবেক এই স্পিনার বলেন, ‘মিসবাহ ও ওয়াকারের দায়িত্ব থেকে সরে যাওয়া তাদের ব্যাক্তিগত সিদ্ধান্ত তবে তাদের এই সময়ে সরে দাঁড়ানো উচিত হয়নি। আমাদের নিউজিলান্ডের বিপক্ষে জয় পরাজয়ের কথা না ভেবে আক্রমণাত্মক ক্রিকেট খেলতে হবে। আমি এখন আসন্ন নিউজিল্যান্ড সিরিজ নিয়ে ভাবছি কোচিং ভবিষ্যৎ নিয়ে আপাতত ভাবছি না।’  
 
সাকলাইন আরো বলেন, ‘আমরা আমাদের পারফর্ম্যান্স আরো ভালো করার জন্য পাকিস্তানি কিংবদন্তি ক্রিকেটারদের অনুসরণ করবো। ভারতীয় ক্রিকেট দল ভালো পারফর্ম্যান্স করছে আমরা তাদের কাছ থেকে ভালো কিছু শিখতে পারি। দলের ভাল খারাপ সব কিছুর দায়ভার আমি নেবো। আমার বর্তমান পাকিস্তান দলের সাথে কাজ করার পূর্ব অভিজ্ঞতা রয়েছে।’ তিনি আরো জানান, প্রতিটি সিরিজের দায়িত্ব একটি পরীক্ষা।  

পাকিস্তানের সাবেক স্পিনার সাকলাইন মুশতাক এর আগে ইংল্যান্ড জাতীয় দলের সাথে স্পিন কোচ হিসেবে কাজ করেছেন। এছাড়া ও কাউন্টি ক্রিকেট ও পিএসএলে কাজ করার অভিজ্ঞতা রয়েছে সাকলাইনের। 

এমএফ/এনইউ