পিচ বদলে গিয়েছে এই ম্যাচে। আগের চার ম্যাচ হয়েছে ৩ ও ৫ নম্বর পিচে। নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশ খেলতে নেমেছে ৪ নম্বর পিচে। তাতে বদলে গেছে রান তোলার গতিও।

শুক্রবার মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ডের অধিনায়ক টম লাথাম। আগে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৫৮ রান যোগ করেন দুই সফরকারী ওপেনার ফিন অ্যালেন ও রাচিন রবীন্দ্র। 

এরপরই আঘাত হানেন বাংলাদেশি পেসার শরিফুল ইসলাম। দুই ওপেনারকেই সাজঘরে ফেরত পাঠিয়েছেন তিনি। প্রথমে ৩ চারে ১২ বলে ১৭ রান করা রাচীন রবীন্দ্রকে মুশফিকুর রহিমের ক্যাচ বানান শরিফুল। এরপর বোকা বানান ফিন অ্যালেনকে। 

আক্রমণাত্মক হয়ে ওঠা এই ব্যাটসম্যানকে লেগ স্টাম্পের বাইরে পিচ করিয়ে বোল্ড করেন শরিফুল। আউট হওয়ার আগে বাংলাদেশি বোলারদের ওপর দিয়ে রীতিমতো ঝড় বইয়ে দেন অ্যালেন। ৪ চার ও ৩ ছক্কায় ২৪ বলে ৪১ রান করেছেন তিনি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৮ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৬৭ রান করেছে নিউজিল্যান্ড। টম লাথাম ৭ ও উইল ইয়ং অপরাজিত আছেন ২ রান করে। 

এমএইচ