করোনার কারণে ওল্ড ট্রাফোর্ডে ভারত ও ইংল্যান্ডের পঞ্চম ও শেষ টেস্ট বাতিল হয়েছে একদিন আগেই। এরপরই গুঞ্জন উঠেছে আইপিলের জন্যই কি তবে এই টেস্ট বাতিল হয়েছে? এমন দোলাচলের মধ্যে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে আরব আমিরাতে শুরু হতে যাওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরের দ্বিতীয় অংশ হতে নাম সরিয়ে নিয়েছেন তিন ইংলিশ ক্রিকেটার। 

ক্রিস ওকস, ডাভিড মালান, জনি বেয়ারস্টো এবারের আইপিএলের দ্বিতীয় অংশে খেলতে যাবে না বলে জানিয়েছে। দেশের হয়ে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ও অ্যাশেজের জন্য প্রস্ততি নিতে চান এই তিন ইংলিশ ক্রিকেটার। 

জফরা আর্চার, জস বাটলার ও বেন স্টোকস আগেই নাম সরিয়ে নিয়েছেন আইপিএল থেকে। তাদের পথেই যেন হাঁটলেন এই তিনজন। মালানের দল রাজস্থান রয়্যালস তার পরিবর্তে দক্ষিণ আফ্রিকার টপ অর্ডার ব্যাটসম্যান মার্করামকে দলে ভিড়িয়েছে। ওকস ও বেয়ারস্টোর খেলার কথা ছিল দিল্লি ক্যাপিটালস ও সানরাইজার্স হায়দরাবাদের হয়ে।

অন্যদিকে মঈন আলী, স্যাম বিলিংস, জেসন রয়, স্যাম কারান, লিয়াম লিভিংস্টোনরা যাচ্ছেন আইপিএলের আরব আমিরাত পর্বে খেলতে। 

করোনাভাইরাসের প্রকোপ ভারতে বেড়ে যাওয়ায় মাঝ পথে আইপিএল বন্ধ হয়ে যায়। টুর্নামেন্টের বাকি অংশ শুরু হতে যাচ্ছে ১৯ সেপ্টেম্বর আরব আমিরাতে। 

এমএফ/এটি/টিআইএস