করোনার কারণে ম্যাচ শুরুর ঘণ্টা দুয়েক আগে বাতিল হয়ে গেছে ম্যানচেস্টার টেস্ট। এই বিষয়টা যেন মানতেই পারছেন না সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন। বরং তিনি গন্ধ পাচ্ছেন ভিন্ন কিছুর। তার মনে হচ্ছে, জমজমাট ভারত-ইংল্যান্ড সিরিজটির এই পরিণতি হয়েছে ক্রিকেটারদের আইপিএলে খেলতে না পারার ভয় থেকেই! আর আইপিএল মানেই টাকার ঝনঝনানি, তাতে একেও তিনি দেখছেন পরোক্ষ কারণ হিসেবে। 

ওভালে ইংল্যান্ড-ভারত সিরিজের চতুর্থ টেস্টটা চলছে তখন। ভারতীয় দল দুঃসংবাদ পেল তখন। করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে ভারতের প্রধান কোচ রবি শাস্ত্রীর। তাকে তো বটেই, তার সঙ্গে নিবিড় যোগাযোগ থাকায় দলটির বোলিং কোচ ভারত অরুন, ফিল্ডিং কোচ শ্রীধর, আর ফিজিওথেরাপিস্ট নিতিন প্যাটেলকেও পাঠানো হয় আইসোলেশনে। ভারত অবশ্য তাদের ছাড়া খেলেই জেতে, গড়ে ফেলে ইতিহাস।

এরপর গত বুধবার করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে ভারতের সহকারী ফিজিও ইয়োগেশ পারমারেরও। ভারতীয় দলের করোনা পরীক্ষার ফলাফল অবশ্য নেগেটিভই এসেছিল। তবু ‘সংক্রমণ বেড়ে যাওয়ার ভয়’ থেকে মাঠে নামতে অস্বীকৃতি জানায় ভারত। এরপর কয়েক দফা আলোচনার পর ভারতের এই শঙ্কাকে গুরুত্ব দিয়ে ম্যাচ শুরুর কিছু আগে টেস্টটি বাতিল ঘোষণা করে ইংল্যান্ড দল।

যেভাবে টেস্টটা বাতিল হয়েছে, তাতে তো হতাশা প্রকাশ করেছেনই, মাইকেল ভন এর একটা কারণও খুঁজে বের করলেন। টেলিগ্রাফে নিজের এক কলামে লিখলেন, ‘সত্যি বলতে, এর কারণের পুরোটা জুড়েই আছে অর্থ, আর আইপিএল।’ 
নিজের টুইটারেও ক্ষোভ ঝাড়লেন তিনি। বললেন, ‘আইপিএল শুরু হতে আর বাকি সাত দিন। যার মধ্যে ছয় দিন থাকতে হবে কোয়ারেন্টাইনে। দলগুলো তো এখনই প্লেন ভাড়া করে ফেলেছে! দয়া করে বলবেন না যে আইপিএল ছাড়া অন্য কোনো কারণে টেস্টটা বাতিল হয়েছে!’

আইপিএল শুরু হতে আরও বাকি বেশ কিছু দিন। তবে এর আগে করোনায় আক্রান্ত হলে শঙ্কা সৃষ্টি হতে পারে খেলোয়াড়দের মাঠে নামা নিয়ে। মাইকেল ভনের মনে হচ্ছে এ কারণেই টেস্ট খেলা থেকে সরে গেছেন ভারতীয় দলের ক্রিকেটাররা। বললেন, ‘খেলোয়াড়রা করোনায় আক্রান্ত হয়ে পড়লে আইপিএল খেলতে না পারার একটা শঙ্কা ছিল। সে কারণেই টেস্টটা বাতিল হয়েছে।’

এক সপ্তাহ পরেই শুরু হবে আইপিএল। তখন খেলোয়াড়রা মাঠে নামলে এখন ভয় পাচ্ছেন কেন, এ নিয়েও প্রশ্ন তুললেন ভন। বললেন, ‘এক সপ্তাহ পরেই তো তাদের দেখবো মাঠ দাপিয়ে বেড়াচ্ছে, তখন কোনো শঙ্কাও থাকবে না।’

ম্যানচেস্টারে যা হয়েছে তা ক্রিকেটের জন্য অকল্যাণকর। এমনকি তিনি জানালেন, এটা টিকিট কাটা মানুষদের জন্য অপমানজনকও! ভনের কথা, ‘সিরিজটা দারুণ একটা পরিণতির অপেক্ষায় ছিল। ক্রিকেটের জন্যই ম্যাচটা দরকার ছিল। টেস্টের ৯০ মিনিট আগে বাতিল হওয়াটা মোটেও মেনে নেওয়ার মতো কিছু নয়। যারা এই ম্যাচ দেখতে টাকা খরচ করেছে, তাদের জন্যে তো বিষয়টা অপমানজনক!’

করোনার কারণে চলতি বছর এপ্রিল-মেতে ৩০ ম্যাচ শেষ হতে না হতেই থমকে যায় আইপিএল। এখনো বাকি ৩১টি ম্যাচ। বাকি অংশটা এখন শুরু হবে ১৯ সেপ্টেম্বর। দলগুলো ইতোমধ্যে এর প্রস্তুতিও নেওয়া শুরু করে দিয়েছে।

এনইউ/এটি