করোনার কারণে চলতি বছরের এপ্রিল-মে মাসে আইপিএল থমকে গিয়েছিল মাঝপথেই। তার বাকি পর্ব শুরু হচ্ছে ১৯ সেপ্টেম্বর থেকে। 

ভারতে অনুষ্ঠিত প্রথম পর্বে দর্শকদের অনুমতি ছিল না। তবে আমিরাতে অনুষ্ঠেয় অবশিষ্টাংশ মাঠে বসেই দর্শকরা দেখতে পারবে খেলা। সেজন্য অবশ্য একটা শর্ত জুড়ে দিয়েছে প্রশাসন। খেলা দেখতে হলে নিতে হবে করোনার টিকা। না হলে সম্ভব নয় বিষয়টা।

টিকা নেওয়া থাকলে রোববার থেকে আমিরাতে ঢোকা যাবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। টিকা নিয়েও আছে আরও এক শর্ত। সেই টিকা অবশ্যই বিশ্ব স্বাস্থ্য সংস্থার তালিকাভুক্ত হতে হবে। আমিরাত ইতোমধ্যেই জানিয়ে দিয়েছে এ বিষয়ে। দুটো টিকা নেওয়া থাকলে মাঠে ঢুকতে পারবেন সমর্থকরা। অর্থাৎ মাঠে বসে আইপিএল দেখার বাধা রইল না। 

ধারণা করা হচ্ছে, করোনার কারণে কিছুটা ক্ষতিগ্রস্থ অর্থনীতিকে খানিকটা চাঙ্গা করতেই এই সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। তবে তার আগে নিজ দেশের করোনা পরিস্থিতিকেও আমলে নিতে হয়েছে দেশটিকে। দেশে করোনার প্রকোপ কমেছে, তাতেইবিদেশিদের দেশে আসতে আমন্ত্রণ জানাচ্ছে আমিরাত। দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা হাজারের নিচে নেমে যেতেই এমন সিদ্ধান্ত নেয় দেশটির সরকার। ইতিমধ্যেই আমিরাতের ৯২ শতাংশ মানুষ টিকা নিয়েছেন।

এনইউ/এটি