আয়ার ফিরেছেন তবে দিল্লির অধিনায়ক বদল হচ্ছে না
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের বাকি অংশেও দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পান্তই থাকছেন। আইপিএলের প্রথম অংশে ইনজুরিতে ছিটকে পড়েছিলেন শ্রেয়ার্স আয়ার। তার অবর্তমানে দিল্লির নেতৃত্ব পান পান্ত। সেটি তার কাছেই থাকছে। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে দিল্লি ক্যাপিটালস।
প্রথমবারের মতো আইপিএলে অধিনায়কত্ব করেই নজর কাড়েন তিনি। স্থগিত হওয়ার আগে ৮ ম্যাচে ৬ জয় নিয়ে টুর্নামেন্টের পয়েন্ট টেবিলে শীর্ষ স্থানে ছিল দিল্লি। তবে সংযুক্ত আরব আমিরাতে আইপিএলের বাকি অংশে নতুন করে শুরু করতে চান দলটির কোচ রিকি পন্টিং।
বিজ্ঞাপন
তিনি বলেছেন, ‘এটাতে আসলে তেমন কিছু যায় আসে না আমরা মৌসুমের শুরুতে কী করেছি। এটা চার মাস আগের খবর যখন আমরা খুব ভালো ক্রিকেট খেলেছি। তাই আমাদের নতুন করে শুরু করতে হবে। আমাদের প্রথমার্ধের পারফরম্যান্সের কারণ আমরা কত ভালো খেলেছি আর কত বেশি পরিশ্রম করেছি। কিন্তু আমার মনে হয় না সেরা ক্রিকেটটা খেলে ফেলেছি।’
আয়ারের ফেরা প্রসঙ্গে পন্টিং বলেন, ‘আমি তার সঙ্গে অনেক কথা বলেছি। সে দারুণ অনুশীলন করছে। মাঠে ফিরতে, রান করতে ও দলকে জেতাতে মুখিয়ে আছে। সে বিশ্বমানের ক্রিকেটার আর আমাদের দলকেও অনেক কিছু দেবে। এটা নিয়ে কোনো সন্দেহ নেই।’
বিজ্ঞাপন
এমএইচ