বাংলাদেশে সিরিজ হারলেও বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখছেন ম্যাক্সওয়েল
টি-টোয়েন্টি ফরম্যাটে চলতি বছরটা বেশ কঠিনই কেটেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের। ওয়েস্ট ইন্ডিজের পর বাংলাদেশে এসেও সিরিজ হেরেছে তারা। টাইগারদের বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ হারে অজিরা। তবে দলটিতে ছিলেন না বেশ কয়েকজন ক্রিকেটার।
গত আট মাস ধরে জাতীয় দলের হয়ে খেলছেন না স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও প্যাট কামিন্স। ছয় মাসের বেশি সময় ধরে নেই স্টিভ স্মিথ, গ্ল্যান ম্যাক্সওয়েল, মার্কোস স্টয়নিস ও কেইন রিচার্ডসন। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে আছেন এই ৬ ক্রিকেটার।
বিজ্ঞাপন
তাদের ফেরাতে বেশ শক্ত দল নিয়েই বিশ্বকাপ খেলতে যাচ্ছে অস্ট্রেলিয়া। টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম শিরোপার খুঁজে আছে তারা। বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজে সিরিজ হারলেও টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখছেন অজিদের তারকা অলরাউন্ডার গ্ল্যান ম্যাক্সওয়েল।
আইসিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আমার মনে হয় মূল বিষয়টা হচ্ছে এই বছর আমাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা। দল যদি একটা ভালো শুরু পায় টুর্নামেন্টে, কিছু খেলোয়াড় যদি নিজেদের মেলে ধরতে পারে, কয়েক জন ব্যাটসম্যান যদি ভালো ফর্মে থাকে, কয়েক জন বোলার যদি দ্রুত উইকেট নিতে পারে। আমার মনে হয় টুর্নামেন্ট জেতার জন্য এটাই মূল বিষয় হবে।’
তিনি আরও বলেন, ‘আপনি যদি আমাদের স্কোয়াডের দিকে তাকান। আমাদের দলটা ম্যাচ উইনারে ভর্তি। প্রতিপক্ষের কাছ থেকে তারা খেলাটা কেড়ে নিয়ে আসতে পারবে। আমার মনে হয় এটাই হবে। যখন আমাদের ম্যাচ জেতার সুযোগ আসবে, আমরা যদি সেটা কাজে লাগাই। আমার মনে হয় আমাদের থামানো কঠিন হবে।’
বিজ্ঞাপন
ম্যাক্সওয়েলসহ ৬ ক্রিকেটারের জাতীয় দলে ফেরাটাই স্বস্তি দিচ্ছে তাকে। তিনি বলেছেন, ‘যখন আমরা দলের সবাই এক হবো। আমার মনে হয় সরাসরি আমাদের সেরা অবস্থায় চলে যাবো। আমরা সামনের দিকে তাকিয়ে আছি।’
এমএইচ