সাবেক দুই ক্রিকেটারকে কোচ হওয়ার প্রস্তাব দেবে ভারত
ভারতের টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বিরাট কোহলি। বাকি দুই ফরম্যাটে অবশ্য নেতৃত্ব দেবেন তিনি। তবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের পর শেষ হয়ে যাচ্ছে ভারতের হেড কোচ রবি শাস্ত্রীর চুক্তির মেয়াদ। এরপর কে নেবেন কোহলিদের দায়িত্ব?
পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলছেন, সাবেক দুই ভারতীয় ক্রিকেটার অনিল কুম্বলে ও ভিভিএস লক্ষণকে প্রস্তাব দিতে পারেন তারা। দৌড়ে অবশ্য এগিয়ে আছেন কুম্বলেই। এর আগেও এই দায়িত্বে ছিলেন তিনি।
বিজ্ঞাপন
২০১৬ সালে ভারতীয় দলের হেড কোচের দায়িত্ব নেন। কিন্তু ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানের কাছে হারের পর পদত্যাগ করেন কুম্বলে। ফের তাকে হেড কোচের দায়িত্বে দেখা যেতে পারে বলে জানিয়েছেন বিসিবির ওই কর্মকর্তা।
তিনি বলেন, ‘কুম্বলের দায়িত্ব ছাড়ার পথটা ঠিক ছিল না। বিসিসিআই তাকে যেভাবে সরিয়েছে, সেটা সেরা উদাহরণ নয়। যাই হোক, কুম্বলে ও লক্ষণ দায়িত্বে নিতে আগ্রহী কি না সেটাও দেখার বিষয়।’
বিজ্ঞাপন
বিসিসিআইয়ের প্রথম পছন্দ দেশীয় কোনো কোচই। সেটিও স্পষ্ট করেছেন বিসিসিআইয়ের ওই কর্মকর্তা। কোচ হিসেবে বিদেশিদের নিয়ে খুব একটা ভাবনা নেই তাদের। ভারতীয় দলের কোচ হতে হলে লম্বা খেলোয়াড়ী জীবনের সঙ্গে কোচিংয়ের অভিজ্ঞতাও দরকার বলে জানান তিনি।
এমএইচ