পাকিস্তানে খেলার উপায়ই ছিল না নিউজিল্যান্ডের
সিরিজ শুরুর ঠিক আগে নিরাপত্তাজনিত কারণে সফর বাতিল করে পাকিস্তান থেকে দেশে ফিরে যাচ্ছে নিউজিল্যান্ড। তাতে ১৮ বছর পর পাকিস্তানের মাটিতে পা রেখেও খেলা হয়নি দলটির। দেশে ফিরে গিয়ে নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট জানালেন, পাকিস্তানে থাকার মতো কোনো উপায়ই ছিল না তাদের দলের।
নিউজিল্যান্ড ক্রিকেট দল এখন আছে দুবাইয়ে। শনিবার এক চার্টার্ড ফ্লাইটে পাকিস্তান ছেড়েছে ৩৪ সদস্যের দলটি। দুবাইয়ের হোটেলে ২৪ ঘণ্টার আইসোলেশনে আছেন টম ল্যাথামরা। এই দল থেকে আগামী সপ্তাহে ২৪ জন ফিরে যাবেন নিউজিল্যান্ডে। বাকিরা থেকে যাবেন আমিরাতেই, বিশ্বকাপ দলের সঙ্গে যোগ দেবেন তারা। আগামী ১৭ অক্টোবর শুরু হবে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর।
বিজ্ঞাপন
হোয়াইট সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, ‘আমরা মানছি, পাকিস্তান ক্রিকেট বোর্ডের জন্য সময়টা মোটেও সহজ নয়। পাকিস্তান ক্রিকেট বোর্ড ও তাদের প্রধান নির্বাহী ওয়াসিম খান যেভাবে পেশাদারিত্ব, ও যত্ন নিয়ে সেখানে রেখেছেন আমাদের, তাতে তাদের ধন্যবাদ দিতেই হবে আমাদের।’
তিনি আরও যোগ করেন, ‘আমাদের দলের ওপর খুবই সুনির্দিষ্ট হুমকি ছিল বলে জেনেছিলাম। এই সিদ্ধান্ত নেওয়ার আগে আমরা নিউজিল্যান্ড সরকারের সঙ্গে অনেকবার যোগাযোগ করেছি আমরা। দুই প্রধানমন্ত্রীর মধ্যে যোগাযোগ হয়েছে এটা জানার পরই আমরা পিসিবিকে আমাদের অবস্থান জানিয়েছি। দুর্ভাগ্যক্রমে আমরা যে নির্দেশনা পেয়েছিলাম, তাতে পাকিস্তানে খেলে যাওয়ার কোনো উপায়ই ছিল না।’
বিজ্ঞাপন
হোয়াইট জানালেন, নিউজিল্যান্ড শুরুতে পাকিস্তানে খেলার জন্য তৈরিই ছিল। তিনি বলেন, ‘নিরাপত্তা যাচাইয়ের মধ্য দিয়ে যাচ্ছিলাম আমরা, উঁচু মানের নিরাপত্তা ব্যবস্থার বিষয়েও আমরা নিশ্চিত ছিলাম। শেষ কিছু দিনে এখানে দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ের মতো দল খেলে গেছে, এই সংখ্যাটাও মাথায় ছিল আমাদের। এ কারণেই আমরা এখানে সফরের সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু শুক্রবার সকালেই সব পরিস্থিতি বদলে গিয়েছিল।’
শুক্রবার সকালেই এসেছিল সেই নির্দেশনা। তিনি বলেন, ‘সেই নির্দেশনাটা বদলে দিয়েছিল পরিস্থিতি, সতর্কতার মাত্রা বাড়িয়ে দিয়েছিল সরকার, যার ফলে আমরা সম্ভাব্য সবচেয়ে ভালো সিদ্ধান্তটা নিয়েছিলাম।’
প্রত্যেক সফরেই নিরাপত্তার বিষয়টি দেখা হয় দলের পক্ষ থেকে। তবে পাকিস্তান সফরের এই ঘটনার ফলে নিউজিল্যান্ড কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যৎ সব সফরে আরও খতিয়ে দেখা হবে পরিস্থিতি।
সফর বাতিল করে অবশ্য সুবিধাজনক অবস্থানে নেই নিউজিল্যান্ড। পাকিস্তান বোর্ড সভাপতি রমিজ রাজা তো রীতিমতো বলেই দিয়েছেন, প্রয়োজনে আইসিসির কাঠগড়ায় নিয়ে দাঁড় করাবেন দলটিকে।
এনইউ/এটি