ক্রিকেট থেকে অবসরের পর অনেকটা দূরে সরে আছেন খালেদ মাসুদ পাইলট। মাঝে দুয়েকবার ক্লাবের কোচিং, ম্যানেজারের দায়িত্ব পালন করলেও দীর্ঘ মেয়াদে বড় কোনো দায়িত্বে দেখা যায়নি তাকে। তবে এবার ক্রিকেটের সঙ্গে ভালোভাবেই সম্পৃক্ত হতে চান সাবেক এই অধিনায়ক।

আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে বিসিবি নির্বাচন। এই নির্বাচনের জন্য মনোনয়ন তোলা হচ্ছে। শুক্রবার পরিচালক পদে মনোনয়ন তুলেছেন খালেদ মাসুদ পাইলট। জানিয়েছেন পরিচালক হয়ে নিজের বিভাগ রাজশাহীর ক্রিকেট উন্নয়নের ইচ্ছের কথা। 

পাইলট বলেন, ‘খুব ইচ্ছে ছিল ক্রিকেটের সাথে কাজ করার। অবসরের পর থেকে মাঠে, রুট লেভেলে কাজ করে আসছি। রাজশাহী বিভাগ থেকে মনোনয়নপত্র তুললাম। রাজশাহী বিভাগের কাউন্সিলররা যদি সহায়তা করেন আশা করি বোর্ডে আসব। আমি আশা করি অভিজ্ঞতা বোর্ডের সাথে ভাগাভাগি করতে পারব।’

তিনি আরও বলেন, ‘রাজশাহী অঞ্চলে ক্রিকেটের অবকাঠামোর বাজে অবস্থা, খুবই দুঃখজনক। সব জেলায় খেলা হয় না। আম্পায়ার, কোচদের সুযোগ-সুবিধা কম। যদি রাজশাহীর ৮ জেলার কাউন্সিলররা আমাকে যোগ্য ব্যক্তি মনে করেন, আমি আমার ক্রিকেটীয় অভিজ্ঞতা বোর্ডের সাথে ভাগাভাগি করতে চাই।’

বোর্ডে কেন আসতে চান এ নিয়ে পাইলট বলেছেন, ‘যেভাবে যাচ্ছি তা খুবই ধীর প্রক্রিয়া। আমার যে মেধা আছে তার পুরোটা প্রয়োগ করতে চাই। পুরোটা সময় আমি মাঠে সময় কাটিয়েছি। প্রত্যেক মানুষ আশা করে আমরা কিছু একটা করব। সেই দায়িত্ববোধ থেকে আমার মনে হয়েছে এটাই সেরা সময়। পাইলট প্রজেক্টের মত দেখাতে চাই একটি বিভাগের ক্রিকেট সংস্কৃতি কেমন হওয়া উচিৎ।’

এমএইচ