জৈব সুরক্ষা বলয় গড়ে ১০৫৪ ম্যাচ, ঘরোয়া ক্রিকেটে বিশাল যজ্ঞ ভারতের
ক্রিকেট দুনিয়ার সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড ভারতের। ক্রিকেটারদের উন্নয়নের জন্য প্রতিবছর দারুণ সিদ্ধান্ত নিয়ে থাকে তারা। করোনা মহামারির ধাক্কা সামলে সারা বিশ্বে পুরোদমে চলছে ক্রিকেট। আইপিএলের স্থগিত অংশও শুরু হয়ে গেছে। এবার বিসিসিআইয়ের চোখ ঘরোয়া ক্রিকেটের অন্য অংশে। ২০২১-২২ মৌসুমের জন্য ১০৫৪ ম্যাচের বিশাল আয়োজন করতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
গত বছর করোনা মহামারির জন্য ঘরোয়া টুর্নামেন্টগুলো সম্পূর্ণ করতে পারেনি ভারতীয় ক্রিকেট বোর্ড। কিছুদিন আগেই ঘোষণা দেওয়া হয় ঘরোয়া ক্রিকেটারদের বেতন বৃদ্ধি পাচ্ছে ও গত ঘরোয়া মৌসুমের জন্য ক্ষতিপূরণ পাবেন ক্রিকেটাররা।
বিজ্ঞাপন
বিসিসিআই এক বিবৃতিতে জানিয়েছে ২০২১-২২ মৌসুমে ১৩টি টুর্নামেন্টের মাধ্যমে ১০৫৪টি ম্যাচ আয়োজিত হবে। করোনা পরিস্থিতি পর্যবেক্ষনের পাশাপাশি জৈব সুরক্ষা বলয় তৈরির জন্য এ্যাপোলো হাসপাতালের সঙ্গে ক্রিকেট বোর্ড চুক্তিবদ্ধ হয়েছে।
ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, ‘জৈব সুরক্ষা বলয় নিশ্চিত করে ১০৫৪ ম্যাচের আয়োজন করতে পারা একটি বিশাল উদ্যোগ। কোনো ক্রিকেটীয় দেশ এই কাজ করতে পারবে নাহ, এ এক অনন্য দৃষ্টান্ত।’
বিজ্ঞাপন
এই বিশাল বড় মৌসুম পরিচালনা করা হবে ২৫টি শহরে যেখানে জৈব সুরক্ষা বলয় তৈরির জন্য ৭৫টি হোটেল এবং প্রত্যেক শহরে কমপক্ষে ২২০টি রুমের প্রয়োজন হবে।
ঘরোয়া ক্রিকেটের এই মৌসুম সেপ্টেম্বরের ২৮ তারিখ হতে ২০২২ সালের ২ এপ্রিল পর্যন্ত চলবে। বিসিসিআই তাদের বিবৃতিতে আরো জানিয়েছে, ‘আমাদের ঘরোয়া ক্রিকেট ভারতীয় ক্রিকেটের মেরুদণ্ড। হাজারো ক্রিকেটার বয়সভিত্তিক টুর্নামেন্ট খেলে থাকে। ঘরোয়া ক্রিকেট সেরা মানের বৈশ্বিক ক্রিকেটার তৈরী করে।’
কোহলিদের ক্রিকেট বোর্ড তাদের বিবৃতিতে আয়োজিত হতে যাওয়া সব টুর্নামেন্টের নাম প্রকাশ করেছে। টুর্নামেন্টগুলো হলো- সৈয়দ মোস্তাক আলি ট্রফি, বিজয় হাজারে, রঞ্জি ট্রফি, মেন্স স্টেট এ ওয়ানডে, কে নাইডু ট্রফি, ভিনু মানকড় ট্রফি, মেন্স অনুর্ধ্ব ১৯ ওয়ানডে চ্যালেঞ্জার, কুচবিহার ট্রফি, সিনিয়র উইমেন্স টি-টোয়েন্টি লিগ, সিনিয়র উইমেন্স ওয়ানডে লিগ, সিনিয়র উইমেন্স চ্যালেঞ্জার কাপ, নারী অনূর্ধ্ব ১৯ ওয়ানডে লিগ, নারী অনূর্ধ্ব ১৯ চ্যালেঞ্জার কাপ।
বিসিসিআই কর্মকর্তা জানিয়েছে করোনায় কোয়ারেন্টাইন জটিলতার জন্য ইরানি ও দুলিপ ট্রফির মতো টুর্নামেন্টগুলো রাখা যায়নি।
এমএফ/এনইউ