সাবিনা খাতুন/ফাইল ছবি

আন্তর্জাতিক অঙ্গনে হ্যাটট্রিক আছে বাংলাদেশ অধিনায়ক সাবিনা খাতুনের। হংকংয়ের মতো শক্তিশালী দলের বিপক্ষে হ্যাটট্রিক অবশ্যই দারুণ এক মুহূর্ত। তবে নিজের চার গোলের চেয়ে দলের জয়কেই বেশি গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন বাংলাদেশ দলের অধিনায়ক, ‘দলের পক্ষে আমি আজকে চারটি গোল করেছি যা অবশ্যই আনন্দের কিন্তু তার চেয়ে আমরা জিতেছি সেটা আরো বেশি আনন্দের।’

আজকের এই জয়টি নিজেদের কয়েক মাসের পরিশ্রমের ফসল হিসেবে মনে করছেন, ‘আজকের ম্যাচে জয়টি আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। মেয়েরা গত কয়েক মাস যাবত অনেক পরিশ্রম করেছে। এই ম্যাচ সেটিরই প্রতিফলন।’

নারী দল এশিয়ান কাপ বাছাইয়ের জন্য প্রায় তিন মাস অনুশীলন করেছে। জর্ডান ও ইরানের বিপক্ষে বড় ব্যবধানে হারায় বাংলাদেশ নারী ফুটবলাররা মানসিকভাবে দুর্বল ছিলেন। হংকংয়ের বিপক্ষে জিতে বাংলাদেশ দল এখন উজ্জীবিত। 

সাবিনা-মৌসুমীদের ভবিষ্যৎ ভালোই দেখছেন গোলরক্ষক কোচ বিপ্লব ভট্টাচার্য্য, ‘হংকং আমাদের চেয়ে র‍্যাঙ্কিংয়ে এগিয়ে। আমরা ভালো খেলে তাদের বিরুদ্ধে দাপুটে জয় পেয়েছি। দীর্ঘমেয়াদী অনুশীলন করলে আমাদের নারী ফুটবলারা আরো ভালো করবে। বড় দলগুলোর সঙ্গে ব্যবধান কমে আসবে।’ 

হংকং র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে এগিয়ে। বাছাইতেও তারা ভালো খেলেছে। সেই দল বাংলাদেশের কাছে ভরাডুবি এই প্রসঙ্গে বিপ্লব বলেন, ‘তারা তাদের সেরা দলটিই খেলিয়েছে। আমরা ভালো খেলেছি এবং বিশেষ করে সাবিনা অসাধারণ খেলেছে।’

মহিলা ফুটবল উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বলেন, ‘টুর্নামেন্ট শেষে ফ্লাইট দেরিতে ছিল। হংকং আগ্রহ প্রকাশ করে। আমরাও একটি ম্যাচ খেলতে চেয়েছিলাম। দুই দলের সম্মতিতেই ম্যাচ হয়েছে। আমাদের মেয়েরা ইতিবাচক ফল নিয়ে দেশে ফিরছে।’ 

বাফুফে নির্বাহী সদস্য ও উজবেকিস্তান সফরের দলনেতা জাকির হোসেন চৌধুরি বলেন, ‘আমাদের মেয়েরা ভালো ফলাফল করতে পারে। এই ম্যাচ সেটার প্রমাণ। ওই দুই ম্যাচের স্কোরলাইন বেশি হলেও খারাপ খেলেনি সাবিনারা। এই মেয়েদের নিয়মিত অনুশীলনে রাখা ও আরো বেশি ম্যাচ খেলার সুযোগ করে দেয়াই এখন আমাদের দায়িত্ব।’

বাংলাদেশ দল উজবেকিস্তান সময় আজ মধ্যরাতেই রওনা হবে। আগামীকাল অনেক সময় তুরস্কে ট্রানজিটে থাকবে। পরের দিন সকালে বাংলাদেশে পৌছানোর কথা সাবিনাদের। 

এজেড/এনইউ