মা-বাবাই আমার কাছে এক নম্বর : মঈন আলি
টেস্ট ক্রিকেটকে বিদায় বলেছেন মঈন আলি। ইংল্যান্ডের ইতিহাসের অন্যতম সেরা এই অলরাউন্ডারের বিদায় নিয়ে আলোচনা শুরু হয়েছে ইতোমধ্যে। তিনি বলছেন, অন্য ফরম্যাটগুলোতে আরও বেশি মনোযোগ দিতেই টেস্ট ছেড়েছেন। সাদা পোশাকে নিজের ক্যারিয়ারজুড়ে সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়েছেন।
এর মধ্যেও ৩৪ বছর বয়সী অলরাউন্ডার আলাদা করেছেন বাবা-মাকে। যারা তার ক্রিকেট খেলা নিশ্চিত করতে একসময় থেকেছেন না খেয়ে। টেস্ট ক্রিকেটকে বিদায় বলার দিনে তাদের ধন্যবাদ জানিয়েছেন মঈন। বলেছেন, বাবা-মা তার কাছে এই পৃথিবীতে এক নম্বর।
বিজ্ঞাপন
তিনি বলেছেন, ‘আমার বাবা-মা আমার কাছে এক নম্বর। তাদের ছাড়া আমার এই যাত্রাটা সম্ভব হতো না। আমি জানি মনে মনে তারা আমার জন্য গর্ব করে। তারা যে ধরনের ত্যাগ আমার জন্য করেছে, সেটা অসাধারণ। আমি যতগুলো ম্যাচ খেলেছি সব তাদের জন্য।’
টেস্ট ক্রিকেটের কারণ জানিয়ে বলেছেন, ‘আমি টেস্ট ক্রিকেট উপভোগ করেছি কিন্তু মাঝে মাঝে মনে হয় বেশি হয়ে যাচ্ছে এবং আমি মনে করি যথেষ্ট হয়েছে। আমি যেভাবে করেছি তাতে আমি খুশি এবং সন্তুষ্ট।’
বিজ্ঞাপন
খারাপ সময়ে সমর্থন দেওয়ায় ধন্যবাদ জানিয়েছেন ইংল্যান্ডের সমর্থকগোষ্ঠী ‘বার্মি-আর্মিকে’, ‘আমি দারুণ কিছু সমর্থন পেয়েছি। কিন্তু একটা সমর্থক দলের প্রশংসা করতেই হয়, তারা হলো বার্মি আর্মি। একটা সময় আমি ভালো খেলছিলাম না। তারা পুরো দিন আমার নাম গেয়েছে এবং আমাকে উদ্বুদ্ধ করার চেষ্টা করেছে। যাই হোক না কেন, তারা সবসময় পাশে থেকেছে। ইংল্যান্ডে টেস্ট ক্রিকেটের হৃদয় তারা।’
টেস্ট ক্রিকেটকে বিদায় বললেও এই ফরম্যাটকে মিস করবেন বলে জানিয়েছেন মঈন, ‘টেস্ট ক্রিকেট দুর্দান্ত। যখন আপনি ভালো করবেন অথবা আপনার একটা ভালো দিন যাবে। অন্য যেকোনো ফরম্যাটের চেয়ে আপনি ভালো বোধ করবেন। এটা অনেক বেশি ফলপ্রসূ মনে হবে, আপনি যা অর্জন করেছেন তার চেয়ে বেশি।’
জাতীয় দলের হয়ে ৬৪টি টেস্ট ম্যাচ খেলেছেন মঈন আলি। ৫ সেঞ্চুরি ও ১৪ ফিফটিতে ২৯১৪ রানের মালিক তিনি। এছাড়া বল হাতে পাঁচবার ৫ উইকেটসহ ১৯৫ উইকেট নিয়েছেন এই অলরাউন্ডার। তার অভিষেকের পর এই ফরম্যাটে একসঙ্গে এত রান ও উইকেট নিতে পারেননি কোনো অলরাউন্ডার।
এমএইচ/এটি