আকরাম খান/ফাইল ছবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের নির্বাচন আগামী ৬ অক্টোবর। এর মধ্যে শেষ হয়েছে মনোনয়নপত্র ক্রয় ও জমা দেওয়ার প্রক্রিয়া। চূড়ান্ত তালিকা থেকে জানা গেছে ক্যাটাগরি-১ এর চট্টগ্রাম বিভাগে এবার কোনও ভোটাভুটি হচ্ছে না। চট্টগ্রাম বিভাগ ও জেলা ক্রীড়া সংস্থা থেকে দুই পরিচালক পদের জন্য মনোনয়ন সংগ্রহ করেছেন দুজন। সে হিসেবে বিসিবির আগামী পরিচালনা পর্ষদে আবারও দেখা যাবে আকরাম খান ও আ.জ.ম নাছিরকে।

নিয়ম অনুযায়ী আজ (সোমবার) দুই পরিচালক মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র জমা দেওয়ার পর চটগ্রামের বাকি কাউন্সিলদের ধন্যবাদ জানালেন আকরাম খান। বললেন, চট্টগ্রামের ক্রিকেটকে আরও এগিয়ে নিতে খুব দ্রুতই সেখানে একটি একাডেমি প্রস্তুত করা হবে।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আকরাম খান বলেন, ‘ওদের সঙ্গে আসলে আমাদের সবসময় কথা হয় আমাদের কাউন্সিলর যারা আছেন চট্টগ্রাম বিভাগের। নাছির ভাইয়ের সাথেও। আমাদের অনেক প্লেয়ারও আছে। সবসময় আমরা উনাদের সঙ্গে যেকোনো কাজে শেয়ার করি। এই বিশ্বাসটা আমাদের উপর আছে। উনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের উপর বিশ্বাস রেখে ইনশাআল্লাহ আমরা প্রথমত বিভাগের জন্য, চট্টগ্রামের জন্য কাজ করছি। তারপর দেশের জন্য তো আমরা কাজ করছিই।’

সঙ্গে যোগ করেন আকরাম, ‘চট্টগ্রাম থেকে এখন অনূর্ধ্ব–১৯ বলেন, জাতীয় দলে বলেন অনেক ক্রিকেটার খেলছে। ভবিষ্যতে আরও অনেকে খেলবে। আমাদের আরও পরিকল্পনা আছে। একটা একাডেমি করার প্ল্যান ছিল। গত কোভিডের জন্য আমরা অনেক পিছিয়ে গেছি। পরিস্থিতি যদি ভালো থাকে তাহলে কিছুদিনের মধ্যে আমাদের কার্যকলাপ শুরু করতে যাচ্ছি। এটা নিয়ে নাছির ভাইয়ের সঙ্গে আমার কথা হয়েছে।’

আকরাম খান এবারসহ পরপর তিনবার পরিচালকের পদে বসতে যাচ্ছেন। আগের দুই মেয়াদে সম্ভব না হলেও এবার আঞ্চলিক ক্রিকেটকে ঢেলে সাজাতে ভূমিকা রাখতে চান সাবেক এই অধিনায়ক।

আকরামের ব্যাখ্যা, ‘আঞ্চলিক ক্রিকেটে ভূমিকা রাখা আমরা যারা ক্যাটাগরি–১, জেলা ও বিভাগ থেকে এসেছি তারা এ বিষয়ে অনেক এগিয়েছি। কোভিডের জন্য আমরা সেভাবে এগোতে পারিনি। গত সভাতেও এ নিয়ে কথা হয়েছে। আমি নিশ্চিত আগামি ২–৩ মাসের মধ্যে এর ফলাফল পাবেন। এ ছাড়া চট্টগ্রাম, খুলনা ও সিলেটে একাডেমি শুরু হচ্ছে। বিশেষ করে চট্টগ্রামে একটা উন্নতমানের একাডেমি আমরা করতে যাচ্ছি।’

টিআইএস/এটি