আগামীকাল (মঙ্গলবার) দুপুরে মালের উদ্দেশে রওনা হবেন জামাল ভূঁইয়ারা। কোচ অস্কার ব্রুজন ২৭ জন খেলোয়াড় নিয়ে অনুশীলন করছেন। আজ সোমবার দুপুরে ছিল আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন। এখানেই বাংলাদেশের চূড়ান্ত ২৩ দলের ঘোষণা হওয়ার কথা ছিল। 

কোচ অস্কার আজ আরও সময় নিলেন। তিনি আজ অনুশীলনের পর স্কোয়াড ঘোষণা করতে চান, ‘আমার আরও একটা অনুশীলন সেশন আছে। সেই অনুশীলন শেষে সিদ্ধান্ত নেব।’ বিকেলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মালে যাওয়ার আগে শেষ অনুশীলন করবেন জামালরা। 

২৭ জনের মধ্যে চার জন বাদ পড়বেন। কারা বাদ পড়ছেন এই প্রশ্নের উত্তরে অস্কার বলেন, ‘আমি এখনো ২৭ জন নিয়ে ভাবছি। এখনো কিছু সময় আছে। এরপর সিদ্ধান্ত নেব।’

বাফুফে বিজ্ঞপ্তিতে আজ দুপুরে চুড়ান্ত দল ঘোষণার কথা বলেছিল। সেই অবস্থান থেকে সরে আসার কারণ সম্পর্কে ম্যানেজার সত্যজিত দাশ রুপু বলেন, ‘আজ সকালে করোনা পরীক্ষা করানো হয়েছে। সন্ধ্যার দিকে ফলাফল পাওয়া যাবে। চুড়ান্ত দল ঘোষণার ক্ষেত্রে করোনা রিপোর্ট পাওয়া একটি ফ্যাক্টর।’

কিংসলের বিষয়ে এখনো সমাধান হয়নি। সাফের নিয়মানুযায়ী ম্যানেজার সভায় খেলোয়াড় তালিকা দিতে হবে। এই প্রসঙ্গে ম্যানেজার রুপু বলেন, ‘এই বিষয়টি নিয়ে আমাদের ফেডারেশন কাজ করছে। ফিফার সাথে আলোচনা করে এই বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।’ 

এজেড/এটি/এমএইচ