সবশেষ বার্ষিক সাধারণ সভায় ঘুরেফিরে আলোচনায় আসে আঞ্চলিক ক্রিকেট কাঠামো। এবার আঞ্চলিক ক্রিকেটে বাড়তি দৃষ্টি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আসন্ন নির্বাচনের আগে আলোচনায় আঞ্চলিক ক্রিকেট কাঠামো। এনিয়ে কথা বললেন পরিচালক প্রার্থী জাতীয় দলের সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়।

মিরপুরের বিসিবি অফিসে আজ (সোমবার) মনোনয়নপত্র জমা দিতে আসেন বর্তমানে বোর্ড পরিচালকের দায়িত্ব থাকা দুর্জয়। সেখান থেকে বের হয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন তিনি। আঞ্চলিক ক্রিকেটের প্রসঙ্গে উঠলে তিনি জানালেন, টাকা জমিয়ে রাখা, এফডিআর করা, এই বিষয়গুলো থেকে বের হয়ে এসে আঞ্চলিক ক্রিকেটের উন্নয়ন করতে হবে।

দুর্জয় বলেন, ‘চট্টগ্রাম ক্রিকেট অ্যাসোসিয়েশনের কাজ শুরু হয়েছে। চট্টগ্রাম এবং সিলেট থেকে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আগে একটা সময় ছিল যখন বোর্ডের সংকীর্ণতা ছিল, সীমাবদ্ধতা ছিল। সেগুলো কিন্তু এখন নাই। আমরা যদি শুধু মনে করি টাকা জমিয়ে রাখা, এফডিআর করা, এই বিষয়গুলো থেকে বের হয়ে এসে আঞ্চলিক ক্রিকেটের উন্নয়নে, একাডেমির উন্নয়নে আরও বেশি ব্যয় করা উচিত।’

চলতি মাসের শুরুর দিকেই বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন, গত দুই মেয়াদে (৮ বছর) ক্রিকেট বোর্ডের এফডিআর আছে প্রায় ৯০০ কোটি টাকার মতো।

দুর্জয় এবার ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে বোর্ডের নির্বাচনে লড়ছেন। ক্যাটাগরি-১ থেকে ভোটের যুদ্ধে নামতে হয়েছে তাকে। যেখানে এই বিভাগে দুই পরিচালকের বিপরীতে প্রার্থী ৪ জন। বাকি তিনজন হলেন; তানভীর আহমেদ টিটু, সৈয়দ আশফাকুল ইসলাম টিটু ও খালিদ হোসেন।

তানভীর আহমেদ টিটুর মতে এই বিভাগ থেকে কাউন্সিলর সংখ্যা আরও বাড়ান উচিৎ, ‘অবশ্যই বাড়ানো দরকার। ঢাকা বিভাগে ১৭টা জেলা আছে। এই ১৭টা থেকে মাত্র দুই জন কাউন্সিলর। দুইজন বোর্ডের পরিচালক হয়ে আসবেন। অন্যান্য বিভাগগুলোতে আরও কম আছে। সেখান থেকে একজন একজন করে আসে। আমরা যদি সেই পরিসংখ্যান থেকে হিসাব করি তাহলে ঢাকা বিভাগ থেকে অন্তত আরও একজন বাড়ানো উচিত।’

টিআইএস/এটি