মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলার স্বপ্ন ভেঙে গেল টেন্ডুলকারের
ছেলে অর্জুন টেন্ডুলকারের সঙ্গে বাবা শচীন টেন্ডুলকার/ফাইল ছবি
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের ১৪তম আসরের নিলামে অনভিষিক্ত ক্রিকেটারদের মধ্যে আলোচনায় ছিলেন ক্রিকেট বিশ্বের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকার। দীর্ঘ দিন মুম্বাই ইন্ডিয়ান্সের নেট বোলার হিসেবে দলের সঙ্গে ছিলেন অর্জুন। এই বছর ক্রিকেটার হিসেবে নিলাম থেকে ২০ লক্ষ রূপিতে শচীনপুত্রকে দলে নেয় রোহিত শর্মার দল। কিন্তু ইনজুরির কারনে এই আসরে আর খেলা হচ্ছে না জুনিয়র টেন্ডুলকারের।
বাবার সাবেক দল মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে অভিষেকের অপেক্ষায় ছিলেন অর্জুন। কিন্তু এই বছর আর সেই স্বপ্নের নীল জার্সিটি গায়ে জড়ানো হল না। জুনিয়র টেন্ডুলকারের চোটের জন্য কপাল খুলে যায় আইপিএলে আরেক অনভিষিক্ত ক্রিকেটার সিমারজিত সিংয়ের।
বিজ্ঞাপন
মুম্বাই ইন্ডিয়ান্স তাদের মিডিয়া রিলিজে জানিয়েছে এই আসরে অর্জুনের পরিবর্তে সিমারজিত সিংকে দলে অন্তর্ভক্ত করা হয়েছে। ২৩ বছর বয়সী সিমারজিত দিল্লির হয়ে ঘরোয়া ক্রিকেট খেলে থাকেন। সম্প্রতি ভারতের শ্রীলঙ্কা সফরে দলের সঙ্গে নেট বোলার হিসেবে যান সিমারজিত।
দিল্লির এই পেস বোলার ২০২০-২১ মৌসুমের বিজয় হাজারে ট্রফিতে যুগ্মভাবে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি ছিল। আইপিএলে অর্জুন ও সিমারজিত দুজনই অনভিষিক্ত ক্রিকেটার। পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বাই এই আসরে ১১ ম্যাচে ৫ জয় নিয়ে পয়েন্টস তালিকার ৫ নাম্বারে অবস্থান করছে।
বিজ্ঞাপন
এমএফ/এনইউ