বিসিবি নির্বাচনে ভোটদান কালে নাঈমুর রহমান দুর্জয়/বিসিবি

বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক তিনি। পরে হয়েছেন সংসদ সদস্য। নাঈমুর রহমান দুর্জয়ের জন্য নির্বাচন নতুন কিছু নয়। তবুও ভোটের আগে জানিয়েছিলেন, জাতীয় নির্বাচনের চেয়েও কঠিন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই নির্বাচন।

তবে সেখানে জিতেছেন তিনি। ভোটের লড়াই হলেও দুর্জয়ের প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী আগেই নির্বাচন থেকে সরিয়ে নেন নিজেদের নাম। এরপর প্রাথমিকভাবে ঘোষিত ফলাফলে জানা যায়, দুর্জয় পেয়েছেন ১৭ ভোটের সবগুলো। 

ফল ঘোষণার পর গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন তিনি। আগের মেয়াদে হাই-পারফরম্যান্স ইউনিটের দায়িত্বে ছিলেন। এবার কোনো বিভাগের চাওয়া আলাদা করে নেই দুর্জয়ের। জানালেন, এবার আর গতানুগতিক নয়, আউট অব দ্য বক্স কিছু করতে হবে।

তিনি বলেন, ‘আমরা গতানুগতিক কাজ তো করছি অনেক বছর যাবৎ। কিন্তু এখন বাংলাদেশ ক্রিকেটের আরেক ধাপে এগিয়ে নেওয়ার সময়। আমাদের এগিয়ে যেতে হলে আউট অব দ্য বক্স কাজ করতে হবে। অতিরিক্ত অনেক কিছু করতে হবে। এবার আমরা সেটা করব।’

নিজের দায়িত্বের ব্যাপারে দুর্জয় বলেন, ‘প্রেসিডেন্ট যিনি হবেন তিনি বিভাগ বণ্টন করেন। আমি বিগত দিনে অনেক জায়গায় কাজ করেছি। টুর্নামেন্ট কমিটিতে কাজ করেছি, ডেভলপমেন্টে কাজ করেছি, অপারেশন্সে কাজ করেছি, হাই পারফরম্যান্সে কাজ করেছি, অভিজ্ঞতা মনে হয় খারাপ হয়নি। তারপরও যিনি বিসিবি প্রধান হবেন তিনি ভালো বুঝবেন, আমার পারফরম্যান্স হয়তো দেখবেন। আমি যেখানে আছি সেখানেও অবশ্য ভালো আছি।’

এবার টেস্টে ভালো করার সময় এসেছে বলেও মনে করেন দুর্জয়, ‘আমি এর আগেও বলেছি, আমরা ওয়ানডে, টি-টোয়েন্টিতে ভালো করছি। এখন আমাদের টেস্টে ভালো করার সময়। সেটার জন্য ঘরোয়া ক্রিকেট, প্রথম শ্রেণির কাঠামো, মাঠ, উইকেট-এসব নিয়ে আমাদের কাজ করতে হবে।’

এমএইচ/এনইউ