বেশ নাটকীয়তার পর গত ৩ অক্টোবর মধ্যরাতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে ওমান যায় বাংলাদেশ। ওমানে ৪ দিন অনুশীলন ক্যাম্পের পর আগামী ৯ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার কথা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। বিশ্বকাপের মূল লড়াইয়ে নামার আগে সেখানে আইসিসির স্বীকৃত দুটি প্রস্তুতি ম্যাচ খেলবেন মাহমুদউল্লাহ রিয়াদরা। এই যাত্রা নির্ধারিত সময়ে না হওয়ার শঙ্কা প্রকাশ করেছেন দলের সঙ্গে থাকা নির্বাচন হাবিবুল বাশার সুমন।

হাবিবুল বাশার সুমন বলেন, ‘আগামীকাল (শুক্রবার) একটা প্রস্তুতি ম্যাচ রয়েছে এরপর ৯ তারিখে আমাদের দুবাই যাওয়ার কথা ছিল। ওখানে দুটো প্রস্তুতি ম্যাচ রয়েছে। তবে ৯ তারিখে যাওয়া নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে। এদিন না যেতে পারলেও পরের দিন যাব ইনশা আল্লাহ। আশা করি প্র্যাক্টিস ম্যাচগুলার আগে পৌঁছাতে পারলেই হবে। তারপর আবারও ওমানে ফিরে আসব, তখনই মূলত আমাদের বিশ্বকাপ শুরু হবে।’

সূচি অনুযায়ী ৯ অক্টোবর আরব আমিরাতে গিয়ে সেখানে ১০ তারিখে কোয়ারেন্টাইন শেষে ১১ তারিখে অনুশীলনে নামবে টাইগাররা। তবে যাত্রা একদিন পিছিয়ে গেলে অনুশীলনের সুযোগ পাবে না। সরাসরি ১২ তারিখ শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্ততি ম্যাচে নেমে পড়তে হবে টাইগারদের। সুমন অবশ্য পরিষ্কার করেননি ঠিক কী কারণে যাত্রা বিলম্বিত হতে পারে।

শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ শেষে ১৩ অক্টোবর আবার অনুশীলনের পর ১৪ তারিখ দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আয়ারল্যান্ড। দুটি প্রস্তুতি ম্যাচ খেলে ১৫ তারিখ ওমান ফিরে যাবে বাংলাদেশ দল। ১৬ অক্টোবর ফ্লাডলাইটের আলোর নিচে অনুশীলন। ১৭ অক্টোবর বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। বর্তমানে ওমানে অনুশীলন করছেন রিয়াদরা।

ওমানের কন্ডিশনিং ক্যাম্প নিয়ে সুমন বললেন, ‘ওমানে আগে এসে ভালোই হয়েছে আমি মনে করি। কেন না ওমানের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিচ্ছি। তাছাড়া আমিরাতে হবে অফিসিয়াল অনুশীলন ম্যাচগুলো। তাই আপাতত সবকিছু ভালোই মনে হচ্ছে এখনও।’

টিআইএস