অসম্ভব সমীকরণ নিয়ে হায়দরাবাদের মুখোমুখি মুম্বাই
সাকিব আল হাসানের দারুণ বোলিংয়ে শুরু। এরপর শিভম মাভির দারুণ বোলিংয়ে কলকাতা নাইট রাইডার্স চলতি আইপিএলে নিজেদের শেষ গ্রুপ ম্যাচে পেয়েছে ৮৬ রানের বড় জয়। তাতে চতুর্থ স্থানের লড়াইয়ে নিজেদেরকে অনেকটাই নিরাপদ অবস্থানে নিয়ে গেছে দলটি।
কলকাতার লড়াই ছিল যাদের সঙ্গে, সেই মুম্বাইয়ের সামনে তাই দাঁড়িয়ে গেছে অসম্ভব এক সমীকরণ। রোহিত শর্মাদের শেষ গ্রুপ ম্যাচ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে। আজ শুক্রবার কী করলে প্লে অফে যেতে পারে মুম্বাই?
বিজ্ঞাপন
শেষ ম্যাচে জয়ের পর কলকাতার পয়েন্ট হয়ে গেছে ১৪। ৮৬ রানে জিতে নেট রানরেট আরও বাড়িয়ে নিয়েছেন সাকিবরা। মুম্বাই নিশ্চিতভাবেই আশা করছিল কলকাতার হারের। কিন্তু তা তো হয়ইনি, উল্টো নেট রান রেট বাড়িয়ে নিয়েছে কলকাতা। যার ফলেই মুম্বাইয়ের সামনে দাঁড়িয়ে গেছে কার্যসত অসম্ভব এক সমীকরণ। শুক্রবার হায়দরাবাদের বিরুদ্ধে ১৭১ রানের ব্যবধানে জিততে হবে রোহিতদের।
সেটা তো গেল আগে ব্যাট করলে, তার উল্টোটা ঘটলে? সেক্ষেত্রে মুম্বাইয়ের আর সুযোগই নেই মুম্বাই ইন্ডিয়ান্সের। হায়দরাবাদ যে লক্ষ্যই রাখুক মুম্বইয়ের সামনে, সেই রান যদি প্রথম বলেই টপকে যায় মুম্বাই, তাহলেও নেট রান রেটে কলকাতাকে টপকে পরের পর্বে যেতে পারবে না দলটি।
বিজ্ঞাপন
১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে লিগ আইপিএল পয়েন্ট তালিকার ছয়ে আছে মুম্বাই। দলটির নেট রান রেট -০.০৪৮। অন্য দিকে কলকাতা আছে চারে। ১৪ ম্যাচ খেলে সমান পয়েন্ট জিতেছেন সাকিবরা। নেট রান রেট ০.৫৮৭। দুই দলের নেট রান রেটে এই .৬৩৫ এর ব্যবধান কেবল মুম্বাই ১৭১ রানে জিতলেই ঘোচানো সম্ভব।
তবে সংযুক্ত আরব আমিরাতে আইপিএলের চলতি অংশে রান উঠছে না তেমন। হাতে গোণা কয়েক ম্যাচ কেবল দেখেছে রান বন্যা, কেউ গড়তে পারেনি ২০০ পেরোনো ইনিংস। এমন উইকেটে সান রাইজার্স হায়দরাবাদও বেশ কিপটে আচরণই করছে। তাদের বিপক্ষে চলতি অংশে সর্বোচ্চ রানটা ১৬৪, রাজস্থান রয়্যালসের। তাতে আজ রাতে মুম্বাইয়ের লক্ষ্যটা কেবল কঠিনই নয়, অসম্ভবই ঠেকছে।
এনইউ