দিনক্ষণ চূড়ান্ত হয়ে গেছে। আগামী ১৭ অক্টোবর শুরু আসন্ন জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)। এবার ঢাকায় কোন ম্যাচ রাখেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগে জানা গিয়েছিল এবারের এনসিএল হবে সিলেট আর কক্সবাজারে। দুই শহরের চার ভেন্যুতে একইদিনে হবে চারটি করে ম্যাচ। তবে কক্সবাজারের একটি ভেন্যু এখনো প্রস্তুত না হওয়ায় চট্টগ্রামেও খেলানো হচ্ছে এনসিএল।

ঢাকা পোস্টকে নির্বাচক আব্দুর রাজ্জাক বললেন, ‘এবারের জাতীয় ক্রিকেট লিগ আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে। সিলেটে টায়ার-ওয়ানের ম্যাচগুলো হবে এবং কক্সবাজারে হবে টায়ার-টু এর খেলা। কিন্তু কক্সবাজারে প্রথমদিকে একই সাথে দুটি ভেন্যু পাওয়া যাচ্ছে না, সেখানকার মাঠ একটি ভালো নেই। এজন্য কক্সবাজারের একটি ম্যাচ হবে চট্টগ্রামে। এরপর মাঠ প্রস্তুত হয়ে গেলে তখন আবার কক্সবাজারেই হবে দুটি ম্যাচ।’

১৭ তারিখ এনসিএল শুরু। তার আগে আগামী ১৩ তারিখ হোটেলে উঠবে টিমগুলো। গতবার করোনাভাইরাসের কারণে মাঠে গড়িয়েও ভেস্তে যায় এনসিএল। এবার নিরাপত্তা ইস্যুতে কঠোর বিসিবি। টিমগুলো হোটেলে উঠার আগে হবে দুটি কোভিড টেস্ট। তিনদিনের রুম কোয়ারেন্টাইন করতে হবে এবার। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে টুর্নামেন্টের চলাকালীন কারও সিনটম না থাকলে পরীক্ষার ব্যবস্থা ছিল না, এবার এনসিএলে সারপ্রাইজ টেস্টে থাকছে।

বিসিবির চিকিৎসক মনজুর হোসেন চৌধুরী যেমন বললেন, ‘এনসিএলের টিমগুলো আগামী ১৩ তারিখ হোটেলে উঠবে। ১৩, ১৪, ১৫ এই তিনদিন রুম কোয়ারেন্টাইন। তিনদিন কোন ক্রিকেটার তাদের রুম থেকে বের হতে পারবেন না। এরপর ১৬ তারিখ অনুশীলন, ১৭ তারিখ ম্যাচ শুরু। টিম হোটেলে ওঠার আগে দুটি কোভিড টেস্ট হবে। প্রথম টেস্ট হবে ক্রিকেটাররা হোটেলে উঠার আগে। দ্বিতীয় টেস্টটি হবে যেদিন হোটেলে উঠবে সেদিন।’

সঙ্গে যোগ করেন মনজুর, ‘আমরা যখন মেডিকেল টিম মনে করব তখনই ক্রিকেটারদের করোনাভাইরাস টেস্ট করানো হবে। এটি হবে সারপ্রাইজ টেস্ট। সেটি টুর্নামেন্টের মাঝেও হতে পারে, টুর্নামেন্ট শুরুতেও হতে পারে আবার শেষের দিকেও থাকতে পারে।’

টিআইএস/এটি/এমএইচ