ক্রিকেটের আধুনিকতম সংস্করণ টি-টোয়েন্টি। ২০০৭ সালে শুরু হওয়া এই টুর্নামেন্ট এখন অবধি হয়েছে ছয় বার। ওয়েস্ট ইন্ডিজ দু’বার আর ভারত, পাকিস্তান, ইংল্যান্ড ও শ্রীলঙ্কা জিতেছে একবার করে। এক নজরে দেখে নেওয়া যাক বিশ্বজয়ের সেসব দৃশ্য-

২০০৭ সালে অনুষ্ঠিত হয় প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ। ওই টুর্নামেন্টের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে শিরোপা ঘরে তুলেছিল ভারত।
আগের বিশ্বকাপে ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল পাকিস্তানের। পরের বিশ্বকাপেই চ্যাম্পিয়ন হয়ে ওই ক্ষতে প্রলেপ দিয়েছিল তারা।
টেস্টে দাপট দেখালেও ২০১০ এর আগে কখনো রঙিন পোশাকের মেজর ট্রফি জিততে পারেনি ইংল্যান্ড। ২০১০ সালে সেই আক্ষেপ শেষ হয়েছিল তাদের।
টি-টোয়েন্টি ক্রিকেটটা ওয়েস্ট ইন্ডিজের জন্য তৈরি, এমনটা ভেবে থাকেন অনেকে। তাদের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপাটা এসেছিল ২০১২ সালে। 
আগে বেশ কয়েকবার কাছাকাছি গিয়েও বিশ্বকাপের শিরোপা জিততে পারেনি শ্রীলঙ্কা। ২০১৪ সালে ওই আক্ষেপ শেষ হয় কুমার সাঙ্গাকারাদের।
২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম দল হিসেবে দ্বিতীয়বারের মতো এই টুর্নামেন্টের শিরোপা জেতে উইন্ডিজরা।