সম্প্রতি পিঠের ইনজুরিতে বিশ্বকাপ স্কোয়াড থেকে ছিটকে গেছেন পাকিস্তানি ব্যাটসম্যান শোয়েব মাকসুদ। তার বদলি হিসেবে দলে সুযোগ পেয়েছেন ৩৯ বছর বয়সী অভিজ্ঞ শোয়েব মালিক। ১৯৯৯ সালে অভিষেকের পর দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে ছিলেন পাকিস্তান ক্রিকেট দলের অবিচ্ছেদ্য অংশ। অধিনায়কের দায়িত্বেও ছিলেন লম্বা সময়।

অভিজ্ঞ এই ক্রিকেটারের বিশ্বকাপ দলে অন্তর্ভূক্তি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে জনমনে। অনেকে করছেন বিরূপ মন্তব্যও। তবে সবকিছুকে ছাড়িয়ে গেছে পাকিস্তানি টেলিভিশন চ্যানেল ‘সামা টিভির’ শোয়েবকে দেয়া সংবর্ধনা। তাকে নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে তারা। যেখানে প্রশংসার ছলে রীতিমত অপমানই করা হয়েছে এই অলরাউন্ডারকে।

উপস্থাপক বলেন, ‘তিনি বিশ্ব ক্রিকেটের চারটি দশকের সাক্ষী। দুনিয়া বদলেছে কিন্তু একটি মানুষ যিনি বদলাননি, তিনি শোয়েব।’ সরকার পরিবর্তনের কথা উল্লেখ করে ভিডিওটিতে আরও বলা হয়, ‘নওয়াজ শরীফ গেলেন, মোশারফ এলেন। এরপর আবার শরীফ এলেন আর এখন ইমরান খান। ২২ বছর আগে ইমরান খান যখন পিটিআই (পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ) গঠন করেন শোয়েব ছিলেন। এখন ইমরান খান প্রধানমন্ত্রী হয়েছেন, এখনো শোয়েব আছেন।’

অভিজ্ঞ এই ক্রিকেটারকে এতটা অপদস্থ করেও ক্ষান্ত হয়নি তারা। পেট্রলের দাম বৃদ্ধিসহ ইন্টারনেটের আগমনের কথা উল্লেখ করে আরও বলা হয়, ‘১৯৯৯ সালে ১৫ রুপিতে পেট্রল পাওয়া গেলেও এখন তা ১৩০ রুপি। মোবাইল ফোন থেকে শুরু করে সবই উন্নত হয়েছে কিন্তু শোয়েব অপরিবর্তিতই থেকে গেছেন।’

বর্তমান প্রজন্মের ক্রিকেটার শাহিন আফ্রিদির জন্ম ২০০০ সালে। শোয়েবদের প্রজন্মের খেলা দেখে বেড়ে উঠা এই ক্রিকেটার এখন নিজেই জাতীয় দলের নিয়মিত সদস্য। তার প্রসঙ্গ টেনে ভিডিওতে বলা হয়, ‘প্রজন্ম বদলে গেল, একটি শিশু জন্ম নিল ও বেড়ে উঠল শোয়েবকে দেখতে দেখতে।’ 

এআইএ/এমএইচ