জিশান মাকসুদের ৪ উইকেটেই পাপুয়া নিউ গিনিকে ধসিয়ে দিয়েছে ওমান/ক্রিকইনফো

ঘরের মাঠে বিশ্বকাপ। হুট করে স্বাগতিক হয়ে যাওয়া ওমানের জন্য তাই রোমাঞ্চটা একটু বেশি। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে তারা মাঠে নেমেছিল পাপুয়া নিউগিনির বিপক্ষে। প্রথম ম্যাচেই ইতিহাস গড়েছেন ওমান অধিনায়ক জিশান মাকসুদ।

এতদিন টি-টোয়েন্টি বিশ্বকাপে অধিনায়ক হিসেবে সেরা বোলিং ফিগারটা ছিল নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টোরির। এবার তাতে যোগ হয়েছে জিশানের নামও। বিশ্বকাপের প্রথম আসরে ভারতের বিপক্ষে কেবল ২০ রান দিয়ে ৪ উইকেট নিয়েছিলেন ভেট্টোরি।

ওই ম্যাচে তিনি নিয়েছিলেন গৌতম গম্ভীর, রবিন উথাপ্পা, ইরফান পাঠান ও হরভজন সিংয়ের উইকেট। তার দুর্দান্ত বোলিংয়ে ১০ রানের জয় পায় কিউইরা। ম্যাচ সেরার পুরস্কারও উঠে ভেট্টোরির হাতে।

আজ ১৪ বছর পর ওই রেকর্ডে ভাগ বসালেন জিশান। তিনি সাজঘরে ফিরিয়ে দিয়েছেন সাসু বাবু, নরমান ভানুয়া, কিপলিন দরিগা ও ডেমিয়েন রাবুকে। ৪ ওভারে ২০ রান দিয়ে ৪ উইকেট পেয়েছেন জিশান। তবু প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে আসা পাপুয়া নিউগিনিকে অলআউট করতে পারেনি ওমান। আগে ব্যাট করে ৯ উইকেটে ১২৯ রান করেছে তারা। পরে ওই লক্ষ্য অবশ্য কোনো উইকেট না হারিয়েই টপকে গেছে স্বাগতিকরা।

এমএইচ/এনইউ