বাংলাদেশের বিপক্ষে দারুণ জয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে স্কটল্যান্ড। অনেকটা আগেভাগে বলেই মাহমুদউল্লাহ রিয়াদদের ধরাশায়ী করেছে তারা। যদিও শুরুতে ৫৩ রানে ৬ উইকেট হারিয়ে বিপদে পড়েছিল স্কটিশরা। কিন্তু শেষ অবধি ১৪১ রানের লক্ষ্য দেয় তারা।

পরে বোলারদের দারুণ বোলিংয়ে ৬ রানের জয় পায়। ম্যাচশেষে স্বাভাবিকভাবেই উচ্ছ্বাসে ভেসেছেন স্কটিশ অধিনায়ক কাইল কোয়েটজার। তিনি বলছেন, বাংলাদেশের বিপক্ষে সামর্থ্যের পুরোটা দিতে পারেননি তারা।

কোয়েটজার বলেন, ‘বাংলাদেশকে হারাতে হলে দুর্দান্ত খেলতে হবে এটা আমাদের জানা ছিল। নিশ্চিতভাবেই তাদের বিপক্ষে আমরা সামর্থ্যের পুরোটা দিয়ে খেলতে পারিনি। আমাদের দলের সবাই একে অপরকে সাহায্য করেছে, এটা গুরুত্বপূর্ণ। আমার দলের পারফরম্যান্সে খুব খুশি।’

তিনি আরও বলেন, ‘অবশ্যই বাংলাদেশি বোলারদের কৃতিত্ব প্রাপ্য। তারা ভালো বোলিং করেছে। বেশ চাপে রেখেছিল আমাদের। কিন্তু টি-টোয়েন্টি এমন একটা খেলা, কোনো দলকেই বাদ দিয়ে দিতে পারবেন না। আমাদের ব্যাটিং গভীরতার ওপর আমরা ভরসা রেখেছিলাম। আমাদের বিশ্বাস ছিল আমরা পরে রান তুলতে পারবো।’

নিজেদের বোলিং নিয়ে স্কটল্যান্ড অধিনায়ক বলেন, ‘মাঠে প্রচুর শিশির ছিল, কাজটা একটু কঠিন হয়ে গেছে এজন্য। আমাদের ফিল্ডাররা দুর্দান্ত ফিল্ডিং করেছে। তাদের বড় কৃতিত্ব দিতে হবে। লোয়ার অর্ডার ব্যাটসম্যানরা দেখিয়ে দিল আমরা যেকোনো অবস্থা থেকে ম্যাচ জিততে পারি। প্রথম ইনিংসের পর আমি এটাই বলেছি যে, এখন দেখাতে হবে আমরা যেকোনো জায়গা থেকে জিততে পারি।’

এমএইচ