শেষ দুই বছরে টি-টোয়েন্টিতে পাওয়ার প্লেতে বাংলাদেশ ডট আদায় করেছে ৫২ শতাংশ বলে। সে ধারাটা ধরে রাখলেন সাকিব-সাইফউদ্দিনরা। সঙ্গে দারুণ বোলিং ফিল্ডিংয়ে আদায় করে নিলেন উইকেটও। তাতেই পাওয়ার প্লে শেষে বাংলাদেশ চলে এসেছে চালকের আসনে। 

শুরুটা অবশ্য হয়েছিল সাইফউদ্দিনের হাত ধরে। তার গুড লেন্থের বল ফ্লিক করতে গিয়ে লেগা সিয়াকা ফ্লিক করতে গিয়ে মিস করেন লাইন, এলবিডব্লিউ হন তিনি। এরপরের ওভারে তাসকিনের লেগস্টাম্পের বাইরের বল তাড়া করতে গিয়ে গ্লাভস ছুয়ে নুরুল হাসানের দারুণ এক ক্যাচের শিকার হন আসাদ ভালা।

পরের ওভারে আক্রমণে আসেন সাকিব। তার প্রথম বলেই চার্লস আমিনি ছক্কা মারতে চেয়েছিলেন, কিন্তু বাউন্ডারি লাইনে নাঈম শেখের দারুণ এক ক্যাচের শিকার বনে যান তিনি। এর তিন বল পর সাইমন আতাই তাকে সুইপ করতে গিয়ে ব্যর্থ হন, বলটা লিডিং এজ হয়ে গিয়ে জমা পড়ে শেখ মেহেদী হাসানের হাতে। এর ফলে পাওয়ার প্লেতেই চার উইকেট তুলে নেয় বাংলাদেশ, চলে আসে ম্যাচে চালকের আসনেও।

এনইউ