শ্রীলঙ্কার সঙ্গে শেষ কয়েক বছরে বাংলাদেশের সাক্ষাৎ মানেই যেন বাড়তি রোমাঞ্চ। সেটা খেলার কারণে হোক, কিংবা আনুষাঙ্গিক কোনো কারণে। আজই যেমন, আউট হয়ে ফেরার পথে বোলার লাহিরু কুমারার সঙ্গে ধাক্কাধাক্কি লেগে গেল লিটন দাসের।

বাংলাদেশ তখন বিনা উইকেটে পাওয়ারপ্লে শেষ করার দিকে এগোচ্ছে। ষষ্ঠ ওভারের পঞ্চম বলে উইকেট ছেড়ে বেরিয়ে এসে মিড অনের ওপর দিয়ে লাহিরু কুমারার গুড লেন্থের বলটা পাঠিয়ে দিতে চেয়েছিলেন লিটন। তবে টাইমিং হলো না, খোয়াতে হলো উইকেটটা। এরপরই ঘটল ঘটনাটা। লিটন মাঠ ছেড়ে বেরিয়ে আসছিলেন, তখনই তার কাছে গিয়ে কিছু একটা বলে বসলেন কুমারা। জবাব এলো লিটনের পক্ষ থেকেও।

এরপর লেগে গেলো ধাক্কাধাক্কি। নাঈম শেখ পেছন থেকে এসে কুমারাকে ধাক্কা দিয়ে সরালেন লিটনের কাছ থেকে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে দেখে শেষমেশ আম্পায়ারই ছুটে এসে থামালেন তিন জনকে।

এনইউ