ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে উত্তেজনার শেষ নেই ক্রিকেট ভক্তদের মনে। দীর্ঘ প্রতিক্ষিত এই লড়াইয়ের আগে দুই দেশের সাবেক তারকারা মেতেছিলেন কথার লড়াইয়ে। তবে ভারতীয় এক শিল্পী বেছে নিলেন ভিন্ন পথ। তিনি কোনো লড়াইয়ে যাননি। বরং ডাক দিয়েছেন সম্প্রীতির। তিনি শিল্পের মাধ্যমে প্রচার করলেন সম্প্রীতির বাণী।

উড়িষ্যার সমুদ্রতীরে দেখা মিলবে বালির তৈরি অদ্ভুত সুন্দর এক ক্রিকেট ভাস্কর্যের। যেখানে আজ রাতের ভারত-পাকিস্তান দ্বৈরথকে দারুণভাবে ফুটিয়ে তুলেছেন বালু শিল্পী সুদর্শন পাটনায়েক। সেই শিল্পে শোভা পেয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের লোগোও।

অপরূপ এই শিল্পকর্মটি দেখলে মনে হবে বিশাল এক ব্যাটের উপর দাঁড়িয়ে রয়েছে ভারত ও পাকিস্তানের পতাকা সম্বলিত এক পাহাড়। মাঝখানে বানানো হয়েছে একটি ক্রিকেট মাঠ, যার বলয় ঘিরে দুই দলকেই শুভকামনা জানিয়েছেন সুদর্শন। এ যেন ভারত-পাকিস্তান মৈত্রী পাহাড়। দিন শেষে ক্রিকেটের জয় হোক এই দাবিই যেন জানাচ্ছে নিচের ব্যাটটি। 

এআইএ/এনইউ/জেএস