ডিআরইউ ইনডোর গেমসের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ
ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত ওয়ালটন-ডিআরইউ ইনডোর গেমস ২০২১ এ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। রোববার (২৪ অক্টোবর) ডিআরইউয়ের নসরুল হামিদ মিলনায়তনে এ পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।
ডিআরইউতে এ বছর ইনডোর গেমসে ২১টি ইভেন্টের আয়োজন করা হয়েছিল। এতে ডিআরইউ সদস্য ও তাদের সন্তানরা নানা ধরনের ইভেন্টে অংশগ্রহণ করেন। এতে বিজয়ীদের মাঝে বিভিন্ন ধাপে ৭২টি পুরস্কার তুলে দেওয়া হয়।
বিজ্ঞাপন
প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, দেশের সকল ফেডারেশনগুলো আবারও খেলাধুলায় সক্রিয় হয়ে উঠেছে। বর্তমানে তারা দেশ-বিদেশের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে ব্যস্ত সময় পার করছেন।
জাহিদ আহসান বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি শরীর ও মন ভালো রাখা প্রয়োজন। ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ইনডোর গেমস এ বিষয়ে ভূমিকা পালন করে আসছে। প্রতিবছর আড়ম্বরপূর্ণ আয়োজনের মাধ্যমে বিভিন্ন ধরনের খেলাধুলা আয়োজন করে, অবশ্যই এটি খুব ভালো উদ্যোগ।
বিজ্ঞাপন
ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুরসালিন নোমানীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়াল্টন গ্রুপের সিনিয়র এক্সকিউটিভ ডিরেক্টর এফ এম ইকবাল বিন আনোয়ার ডন, ডিআরইউ সহ-সভাপতি ওসমান গনি, ডিআরইউ ক্রীড়া সম্পাদক মাকসুদা লিসা প্রমুখ।
এএসএস/এসকেডি