শ্রীলঙ্কার বিপক্ষে হারের আগে তবু একটা আশা জাগিয়েছিল বাংলাদেশ। কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে তো সেটাও হলো না। সেই বাংলাদেশ ইনিংসের শুরু থেকে ছড়ি ঘুরিয়েছে ইংলিশরাই, বাংলাদেশ তো জেতার সম্ভাবনাও সৃষ্টি করতে পারেনি পুরো ম্যাচে। ফল অবধারিত হার। 

এই হারের ফলে বিশ্বকাপের গ্রুপ ১-এর পয়েন্ট টেবিলে বড় ধাক্কাই খেয়েছে বাংলাদেশ। টানা দুই হারের পর মাহমুদউল্লাহ রিয়াদের দল আছে পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে। দলটির ওপরে তিন ও চার নম্বর অবস্থানে আছে অস্ট্রেলিয়া আর দক্ষিণ আফ্রিকা। টানা দুই জয়ে গ্রুপের শীর্ষে আছে ইংল্যান্ড, আর শ্রীলঙ্কা অস্ট্রেলিয়ার সমান জয় নিয়েও শ্রেয়তর নেট রান রেটের ফলে আছে তালিকার দ্বিতীয় স্থানে।

এক নজরে বিশ্বকাপের গ্রুপ ১-এর পয়েন্ট তালিকা

অবস্থান দল ম্যাচ জয় পরাজয় পরিত্যক্ত পয়েন্ট  নেট রান রেট
১  ইংল্যান্ড  ২  ২  ০  ০  ৪  ৩.৬১৪
২  শ্রীলঙ্কা  ১  ১  ০  ০  ২  ০.৫৮৩
৩  অস্ট্রেলিয়া  ১  ১  ০  ০  ২  ০.২৫৩
৪  দ. আফ্রিকা  ২  ১  ১  ০  ২  ০.১৭৯
৫  বাংলাদেশ  ২  ০  ২  ০  ০  -১.৬৫৫
৬  ও. ইন্ডিজ  ২  ০  ২  ০   ০  -২.৫৫০