উদ্বোধনী জুটিতে বাংলাদেশের দুর্দশা অনেকদিনের। লিটন দাস নিজেকে হারিয়ে খুঁজছেন। তিনি যে আত্মবিশ্বাসের তলানিতে আছেন, সেটিও ছিল স্পষ্ট। এর সমাধান হিসেবে অনেকেই উদ্বোধনী জুটিতে চাইছিলেন বদল। বেশ কয়েকজনের নামই শোনা যাচ্ছিল। কিন্তু সাকিব আল হাসানের কথা কয় জন ভেবেছেন?

না ভাবলেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নাঈম শেখের সঙ্গে ইনিংস উদ্বোধনে নেমেছেন তিনিই। কথাটা সেই নিউজিল্যান্ড সিরিজ থেকেই বলছিলেন কোচ রাসেল ডমিঙ্গো। তখন বললেও সেটা করার প্রয়োজন পড়েনি বাংলাদেশের। পড়লো আজ।

ওপেনিংয়ে লিটন দাস চলতি বছর দারুণ ব্যর্থ। সে ধারা কাটেনি চলতি বিশ্বকাপেও। সে কারণেই কি ওপেনিংয়ে সাকিব? নাকি আছে এর কোনো কৌশলগত ব্যাখ্যা?

সে প্রশ্নের উত্তর জানা যায়নি, তবে প্রথমটা হওয়ার সম্ভাবনাই বেশি। নাহয় ফিল্ডিংয়ের সময় হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে যিনি চলে গিয়েছিলেন মাঠের বাইরে, তাকে পজিশন বদলে ইনিংসের গোড়াপত্তন করতে পাঠানোর কী কারণ?

তবে তার কারণ যাই হোক, তাতে ইতিহাস একটা গড়া হয়ে গেছে সাকিব আল হাসানের। এর আগে যে কখনোই বাংলাদেশের হয়ে গোড়াপত্তন করতে নামেননি তিনি, এবারই প্রথম! 

এমএইচ/এনইউ