এএফসি অ-২৩ চ্যাম্পিয়নশিপ বাছাইয়ে আগামীকাল বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক উজবেকিস্তান। আগের ম্যাচে বাংলাদেশ অ-২৩ দল কুয়েতের বিপক্ষে ০-১ গোলে হেরেছে। এই ম্যাচে কোচ মারুফুল হক আগের ম্যাচের ভুলের পুনরাবৃত্তি চান না ফুটবলারদের কাছ থেকে।

আজ অনুশীলন শেষে কোচ মারুফুল হক বলেন, ‘কুয়েত ম্যাচে আমাদের ফুটবলাররা পরিকল্পনা মোতাবেকই খেলছিল। কিছু ছোট ভুল ছিল। সেই ভুলগুলো নিয়ে দুই দিন কাজ হয়েছে। আশা করি সেই ভুলের পুনরাবৃত্তি হবে না।’

আগামী বছর চ্যাম্পিয়নশিপের মূল পর্বের স্বাগতিকও উজবেকিস্তান। তাই উজবেকিস্তানের বিপক্ষে আগামীকালের ম্যাচটি সাধারণ প্রীতি ম্যাচ হিসেবে গণ্য হবে। আগামীকালের ম্যাচের ফলাফল গ্রুপে কোনো প্রভাব পড়বে না। কার্ডের হিসাবও প্রভাব পড়বে না। টুর্নামেন্টের মধ্যে প্রীতি ম্যাচ হলেও মারুফ কালকের ম্যাচকে গুরুত্ব সহকারেই দেখছেন, ‘উজবেকিস্তান দলটি বেশ ভালো। আমার বিবেচনায় কুয়েতের চেয়ে তাদের শক্তিমত্তা বেশি।’

উজবেকিস্তানের ম্যাচটি প্রীতি ম্যাচ হলেও একাদশে খুব বেশি পরিবর্তন করার পক্ষে না মারুফ, ‘স্কোয়াডে একই মান সম্পন্ন দ্বিতীয় দল থাকলে সেটা সম্ভব। একদম পুরো বিকল্প নেই। ফলে এটা সম্ভব হবে না। এখানে কিছুটা ঠাণ্ডা আছে, ফলে খেলোয়াড়দের রিকভারি ও অন্য বিষয়গুলো নিয়ে জটিলতা নেই।’ 

দলের সহকারি অধিনায়ক রহমত মিয়া বলেন, ‘সৌদি আরব সবচেয়ে শক্তিশালী এই গ্রুপে। আমরা উজবেকিস্তানের বিপক্ষে ভালো কিছু করতে পারলে সৌদি আরবের সাথে খেলার সময় মানসিকভাবে চাঙা থাকব।’ 

উজবেকিস্তান আগের ম্যাচে সৌদি আরবের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছিল। আজ বাংলাদেশ খেলবে স্বাগতিক উজবেকিস্তানের বিপক্ষে আর সৌদি আরব খেলবে কুয়েতের বিপক্ষে। বাছাই পর্ব থেকে ১১ গ্রুপ চ্যাম্পিয়ন, সেরা চার রানার আপ ও স্বাগতিক উজবেকিস্তান মূল পর্ব খেলবে।

এজেড/এনইউ